Advertisement
Advertisement

চলতি বছরে সম্মুখ সমরে সলমন ও রণবীর

হঠাৎ কী এমন হল? যা তাঁদের একেবারে নিয়ে এল লড়াইয়ের ময়দানে?

Salman will clash Ranbir in this Christmas
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 7, 2017 8:27 pm
  • Updated:January 7, 2017 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার একেবারে সম্মুখ সমরে সলমন খান এবং রণবীর কাপুর৷ কে ক্যাটরিনার সফরসঙ্গী হবেন তা নিয়ে এতদিন পর্যন্ত জুনিয়র কাপুর এবং ভাইজানের মধ্যে ঠাণ্ডা লড়াই চলেছে৷ কিন্তু নতুন বছরে দুই অভিনেতার লড়াই একেবারে ময়দানে হবে৷ একেবারে আমনে-সামনে৷

এতদিন পর্যন্ত সলমন এবং রণবীরের সম্পর্কে সমস্যা থাকলেও দু’জন কখনও এমন লড়াইয়ে নামেননি তাঁরা৷ কিন্তু এবার সেই ঘটনাও ঘটতে চলেছে৷ বলিউডের ময়দানে মুখোমুখি আসছেন সলমন ও রণবীর৷ জানা গিয়েছে, চলতি বছরের ক্রিসমাসে দু’জনের সিনেমাই প্রায় একই সঙ্গে রিলিজ করতে চলেছে৷ ‘রইস’ এবং ‘কাবিল’ যেমন চলতি মাসে একসঙ্গে রিলিজ করবে, তেমনভাবেই জানা যাচ্ছে ভাইজানের ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং জুনিয়র কাপুর অভিনীত সঞ্জয় দত্তের বায়োপিক একইসঙ্গে রিলিজ করতে চলেছে৷

Advertisement

যেখানে বলিউডের অন্যান্য নায়করা সলমনকে বিস্তর সমীহ করে চলেন এবং তাঁর ছবি রিলিজের দিন নিজেদের ছবি রিলিজ করেন না, সেখানে রণবীর ছবি মুক্তির বিষয়ে একেবারে টক্কর দিলেন সলমনকে৷ ভাইজানের বিরাট ভক্তকূল থেকে শুরু করে বলিউডে ভাইজানের প্রতিপত্তি – এই সবকিছু সম্পর্কেই অবগত রণবীর৷ কিন্তু তা সত্ত্বেও এই লড়াই থেকে যেন কিছুতেই পিছু হঠতে চাইছেন না রণবীর৷ এই লড়াকু মনোভাব আবার সমস্যায় ফেলবে না তো রণবীরকে? এই প্রশ্ন নিয়েই এখন যাবতীয় কানাঘুষো চলছে বলিউডে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement