Advertisement
Advertisement

Breaking News

লুলিয়া নন, সলমনের নয়া সঙ্গী জু জু

সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম ইতিমধ্যেই ঘোরা ফেরা করতে শুরু করে দিয়েছে৷ কে এই জু জু?

Salman Khan’s Tubelight heroine is Chinese star Zhu Zhu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 8:36 pm
  • Updated:August 5, 2019 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নয়া সুন্দরী মহিলার সঙ্গে দেখা গেল সলমন খানকে৷ কে এই মহিলা? সলমনের নতুন বান্ধবী? তাহলে লুলিয়া ভান্তুরের কী হল? এসব প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ কিন্তু না৷ রিয়েল লাইফে নয়, এই চিনা সুন্দরীর সঙ্গে রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন দাবাং খান৷ পরিচালক কবীর খানের আপ কামিং ছবি ‘টিউবলাইট’-এ সলমনের বিপরীতে বলিউডে অভিষেক করতে চলেছেন চিনা অভিনেত্রী জু জু৷

অতীতেও সলমন বহু অভিনেত্রীকে বলিউডে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন৷ স্নেহা উল্লাল, জারিন খান, ডেইজি শাহদের সঙ্গে তো দর্শকদের আলাপ করিয়ে দিয়েছেন সুলতানই৷ ফের তাঁর সঙ্গে দেখা যাবে নয়া নায়িকাকে৷

Advertisement

সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম ইতিমধ্যেই ঘোরা ফেরা করতে শুরু করে দিয়েছে৷ কে এই জু জু? বলিউডে প্রথমবার অভিনয় করতে এলেও নিজের দেশে কিন্তু এই অভিনেত্রী বেশ জনপ্রিয়৷ ‘হোয়াট উওম্যান ওয়ান্টস’, ‘সাংহাই কলিং’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি৷ সলমনের নায়িকা হওয়ার সুযোগ পাওয়ায় দারুণ খুশি তিনি৷ সলমনের সঙ্গে টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন৷ সঙ্গে জানিয়েছেন, হিন্দি শিখতে শুরু করেছেন তিনি৷

zhu_web

১৯৬২-র ইন্দো-চিন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘টিউবলাইট’৷ যুদ্ধের আড়ালে রয়েছে একটি মিষ্টি প্রেমকাহিনী৷ ভারতীয় ছেলের সঙ্গে চিনা মেয়ের প্রেম৷ সেই কারণেই জু জু-কে বেছে নিয়েছেন পরিচালক৷ লাদাখের কনকনে ঠান্ডায় ২০০ জনের সঙ্গে ইতিমধ্যে শুটিংও শুরু করে দিয়েছেন কবীর খান৷ কয়েকদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন সলমন৷ পৌঁছে গিয়েছেন জু জুও৷

এর আগে সলমন নিয়ে কবীর খানের দু’টি ছবিই বক্স-অফিসে সুপারহিট হয়েছিল৷ ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’ ভারতের বাজারে ৩০০ কোটির উপর ব্যবসা করেছিল৷ এবার বলিউডের এই নয়া জুটির কেমিস্ট্রি দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement