Advertisement
Advertisement

এবার বাঙালির ভূমিকায় সলমন

পর্দায় তুলে ধরবেন লাস্যময় ‘চিপেনডেল’ নৃত্যের অজানা কাহিনি৷

Salman Khan's next is on Somen Banerjee, The founder of 'Chippendales’.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 6:07 pm
  • Updated:September 8, 2016 9:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কব্যতিক্রমের ‘কিক’ বেশ ভালভাবেই পেয়ে বসেছে সলমন খানকে৷ আলোচনা-পর্যালোচনা-সমালোচনা, সবই হচ্ছে বটে, তবে ‘ভাইজান’ বক্স অফিসে হামেশাই হিট৷ তাই আরও বেশি করে ব্যতিক্রমের রাস্তাতেই হাঁটছেন বলিউডের সুলতান৷ আর এবার শুধু বলিউড নয়, বাঙালি দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন তিনি৷ কারণ এবার বড় পর্দায় সল্লু ফুটিয়ে তুলবেন এক বাঙালি চরিত্র৷

সোমেন বন্দ্যোপাধ্যায়৷ অনেকের কাছেই হয়তো অজানা এই নাম৷ প্রবাসী এই বাঙালির হাত ধরেই শুরু হয়েছিল লাস্যময় নৃত্যশৈলী ‘চিপেনডেল’৷ ছয়ের দশকে শুরু হওয়া এই নৃত্য শুধুমাত্র পুরুষ শিল্পীরা করে থাকেন৷ যাঁদের শরীরের উপরের অংশে পোশাক থাকে না৷

Advertisement

picmonkey_collage_1473321418_725x725-1

লস অ্যাঞ্জেলেসের এক নাইট ক্লাবে ‘চিপেনডেল’ শুরু হয়৷ পরবর্তীকালে এর জনপ্রিয়তা এশিয়া, ইউরোপ ও আমেরিকার অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে৷ কিন্তু, নয়ের দশকের শুরুতেই তিন প্রাক্তন ‘চিপেনডেল’ নৃত্যশিল্পীকে হত্যার অভিযোগ ওঠে সোমেন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ অভিযোগ প্রমাণিত হলে ২৬ বছরের জেল হয় তাঁর৷ ১৯৯৪ সালে কারাগারেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷

আপাতত কবীর খানের সঙ্গে ‘টিউবলাইট’ ছবির শুটিংয়ে ব্যস্ত সলমন৷ সেই কাজ শেষ করেই পর্দায় ‘চিপেনডেল’-এর জনককে ফুটিয়ে তোলার প্রস্তুতি শুরু করে দেবেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement