Advertisement
Advertisement

যুদ্ধের আবহে এক অন্য জীবনের কাহিনি বলছে ‘টিউবলাইট’

দেখে নিন সদ্য মুক্তি পাওয়া টিউবলাইট ছবির টিজার...

Salman Khan's most awaited movie 'Tubelight' teaser released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2017 10:38 am
  • Updated:May 5, 2017 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সবুরে মেওয়া ফলে৷ দীর্ঘ প্রতীক্ষার পর সলমন খানের ‘টিউবলাইট’ ছবির টিজার দেখে নেটিজেনরা এমন কথাই বলছেন৷ চলতি বছর ইদে নয়া রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে মুক্তি পাবে কবীর খানের ‘টিউবলাইট’৷ আর তার আগে ছবির দু’মিনিটের টিজার মন জয় করল সিনেপ্রেমীদের৷

[মারিও টেস্টিনোর ‘টাওয়েল সিরিজে’র নয়া মুখ এবার এই অভিনেতা]

বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ তারই মধ্যে নজর কাড়ল ‘টিউবলাইট’-এর টিজার৷ বৃহস্পতিবার টিজার মুক্তি পাওয়ার পরপরই করণ জোহর টুইট করেন, “একে বলে টিজার৷ নিঃসন্দেহে অসাধারণ ছবি হতে চলেছে এটি৷” নেটদুনিয়াতেও শুরু হয়েছে চর্চা৷ অনেকেই মনে করছেন দক্ষিণী ছবি ‘বাহুবলী ২’-এর সঙ্গে এবার জোর টক্কর দেবে বলিউডের এই ছবি৷ টিজারে সলমনকে যেটুকু দেখা গিয়েছে, তাতে তাঁর অভিনয়েরও ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা৷ বেশ কিছু কারণে ছবিটি থেকে দর্শকদের চাহিদা তুঙ্গে৷

Advertisement

প্রথমত, ছবির ভিজুয়াল অ্যাপিল৷ ইন্দো-সিনো যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি৷ টিজারেও যুদ্ধের একটি অংশ দেখানো হয়েছে৷ আর তাতেই ‘বাহুবলী’-র ভিজুয়াল অ্যাপিলের সঙ্গে শুরু হয়েছে তুলনা৷ এই ছবিতেও দর্শকরা রোমহর্ষক কিছু লড়াইয়ের দৃশ্য দেখতে পাবেন, তেমনটাই আশা করা হচ্ছে৷

দ্বিতীয়ত, ছবিতে যুদ্ধের পাশাপাশি এক সাধারণ মানুষের জীবনকাহিনিও ফুটে উঠতে দেখা যাচ্ছে৷ যেখানে অত্যন্ত সাদা-মাটাভাবে ধরা দিয়েছেন সলমন৷ সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “সলমনের চোখে জল আমাদেরও চোখে জল এনে দিয়েছে৷” অর্থাৎ যুদ্ধের আবহে এক অন্যরকম মানব কাহিনিও ছবির অন্যতম আকর্ষণীয় বিষয়৷

[ভাগ্য ফেরাতে এবার অ্যাডাল্ট ছবির অভিনেত্রীর দ্বারস্থ কপিল]

তৃতীয়ত, কবীর খান ও সলমন খান জুটির থেকে দর্শকদের প্রত্যাশা বরাবরই বেশি৷ ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছে এই জুটি৷ তাই তাঁরা যে ফের বক্স অফিসে নয়া রেকর্ড তৈরি করবেন, তা আন্দাজ করা যেতেই পারে৷

চতুর্থত, ক্যাটরিনা, প্রিয়াঙ্কাদের মতো প্রথম শ্রেণির বলি তারকাদের সঙ্গে রিল লাইফে রোম্যান্স করেছেন দাবাং খান৷ কিন্তু এই প্রথম তাঁর বিপরীতে দেখা যাবে এক চিনা অভিনেত্রীকে৷ ঝু ঝুর সঙ্গে সলমনের অনস্ক্রিন কেমিস্ট্রি ঠিক কতটা জমে ওঠে, সেদিকেও নজর থাকবে সিনেপ্রেমীদের৷ টিজারে যদিও তাঁদের একসঙ্গে দেখা গেল না৷ তাই কৌতূহল আরও বেড়ে গেল৷

এছাড়া বেশ কয়েক বছর পর সলমন-শাহরুখকে একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে৷ শোনা যাচ্ছে, ছবিতে কেমিও হিসেবে আবির্ভূত হবেন কিং খান৷ যাঁকে জাদুকরের ভূমিকায় দেখা যাবে৷ সলমনের ভাইকে খুঁজে দিতে সাহায্য করবেন তিনি৷ টিজার নিয়েই যখন এমন মাতামাতি, তখন ছবি মুক্তি পেলে উত্তেজনার পারদ কতটা চড়বে, তা আর লিখে বোঝানোর প্রয়োজন নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement