Advertisement
Advertisement

Breaking News

অনুশোচনার ছিটেফোঁটা নেই, জেল থেকে বেরিয়েই পার্টিতে মজলেন সলমন

মদ-মস্তিতে ঝেড়ে ফেললেন জেলের সব 'ক্লান্তি।'

Salman Khan’s gala time after getting bail in blackbuck poaching case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2018 6:12 pm
  • Updated:April 9, 2018 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় কান্না? কোথায় মন খারাপ? অনুশোচনার ছিটেফোঁটা নেই। জেলবন্দি থেকে পার্টিবাজ রূপে ফিরতে সময় লাগল মাত্র কয়েক ঘণ্টা। সত্যি বলতে কী, যোধপুর জেল থেকে একপ্রকার সরাসরিই নাইট ক্লাবে পৌঁছে গেলেন সলমন খান। মদ-মস্তিতে ঝেড়ে ফেললেন জেলের সব ‘ক্লান্তি।’ শনিবার জেল থেকে ছাড়া পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই শুরু পার্টি। রবিবার রাতে শ্যাম্পেনের বন্যায় ভাসল মুম্বইয়ের এক নামী নৈশ ক্লাব। ‘রেস থ্রি’র সহ-অভিনেতা সাকিব সেলিমের জন্মদিনের পার্টিতেই পৌঁছে গিয়েছিলেন দাবাং খান

কৃষ্ণসার হত্যা মামলায় আপাতত জামিনে মুক্ত সলমন খান। তবে জোড়া হরিণ হত্যা কাণ্ডে দোষী সাব্যস্ত হলেও সুপারস্টারের স্টারডমে কোনও প্রভাব পড়েনি। তাই তো দু’রাত জেলে কাটানোর পর বেরিয়ে এসেই পার্টিতে মজতে এতটুকু দ্বিধা করলেন না বলিউডের দাবাং খান। শুধু পার্টিই নয়, রবিবার মুম্বইয়ের একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের সঙ্গেও অনেকটা সময় কাটালেন তিনি।

Bhai ❤️❤️

A post shared by Saqib Saleem (@saqibsaleem) on

[নজির গড়লেন অনুষ্কা! প্রযোজক হিসেবে পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার]

সলমন খানকে নিয়ে একদিকে যেমন সমালোচনার ঝড় উঠেছে, তেমনই অন্যদিকে তাঁর পাশে দাঁড়িয়েছে হিন্দি সিনেমা জগতের কলাকুশলীরা। ভাইজানের মুক্তিতে উচ্ছ্বসিত তাঁর অগণিত ভক্তও। আর সলমন? তিনিও রয়েছেন সেই চিরাচরিত ‘ব্যাড বয়’ মুডে। মুক্ত হওয়ার পরের দিনই সহ-অভিনেতা সাকিব সেলিমের জন্মদিনের গালা পার্টিতে হাজির তিনি। আপকামিং ছবি ‘রেস থ্রি’-তে সলমনের সঙ্গে অভিনয় করেছেন সাকিবও। জমকালো গালা পার্টিতে হাজির ছিলেন ববি দেওল, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ ‘রেস থ্রি’র অন্যান্য কলাকুশলীরা। আর এভাবেই তাঁরা যেন বুঝিয়ে দিলেন, খারাপ সময়ে সল্লু মিঞার পাশেই রয়েছেন তাঁরা।

জন্মদিনের পার্টির সেই ছবি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাকিব। সঙ্গে লেখা, “ভাই।” অর্থাৎ ভাইজান ফিরে আসায় স্বস্তিতে টিম ‘রেস থ্রি।’ সলমনের উপর হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করে বসে আছেন বলিউডের প্রযোজকরা। ‘ভারত’, ‘দাবাং থ্রি’, ‘কিক টু’য়ের মতো একাধিক ছবির কাজ তাঁর হাতে। তাই কৃষ্ণসার মামলায় পাঁচ বছরের সাজা প্রাপ্ত সলমন গারদে থাকলে বিপাকে পড়তে হত প্রযোজকদের। তবে সলমন জামিন পাওয়ায় স্বস্তিতে তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement