সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর জুনেই শুরু হচ্ছে সোনাক্ষী সিনহা ও সলমন খানের ‘দাবাং-৩’-এর শুটিং। কিন্তু তার আগেই আবার জুটি বেঁধে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। সূত্রের খবর, সোনাক্ষী-র পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’-এ আবার তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখবে দর্শক।
[ যুবকরা শুনছেন? চাহনিতে মজিয়ে আপনাদের এটাই বলছেন প্রিয়া ]
তবে এই ছবিটিতে ভাইজানকে দেখা যাবে অতিথি শিল্পীর চরিত্রে। আর তিনি একটিমাত্র গানে সোনাক্ষী-র সঙ্গে পারফর্ম করবেন বলেই জানিয়েছেন এই ছবির পরিচালক। সম্প্রতি নিউ ইয়র্কে গানটির শুটিং শেষ হয়েছে। আর এই শুটিং নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষী। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সলমনের সঙ্গে এটি আমার তৃতীয় ছবি। আর ওর সঙ্গে কাজ করাটা আমার কাছে সব সময়ই রোমাঞ্চকর। আমরা কয়েকদিন হল নিউ ইয়র্কে পুরো গানের শুটিংটা শেষ করেছি। গানটার ভিডিও দেখলেই আপনারা বুঝবেন গানটা কতখানি অসাধারণ। আর সব থেকে বড় কথা পরিচালক অসাধারণভাবে এই গানটির চিত্রায়ন করেছেন ছবিতে।’
[যুবকরা শুনছেন? চাহনিতে মজিয়ে আপনাদের এটাই বলছেন প্রিয়া]
গানটির একটি স্থিরচিত্র নিজের টুইটারেও পোস্ট করেছেন সোনাক্ষী। আর তার সঙ্গে আবার জুড়ে দিয়েছেন একটি মজার ক্যাপশন। লিখেছেন, ‘বলতে পারবেন এটা কে? দেখি তো কেমন ধরতে পারেন আমি দর্জিবেশে কাকে মাপছি?’
WHO DAT?!?!?! Can you guess who darji madam is measuring??? #nainphisalgaye from #welcometonewyork out todayyyy…. wait for it! @poojafilms @WizFilmsIN @PoojaMusic_ pic.twitter.com/9S3EvUXDRC
— Sonakshi Sinha (@sonakshisinha) February 12, 2018
আর শুধুমাত্র সোনাক্ষীই নন, এই ছবির প্রযোজক সংস্থাও আবার এই গানের একটি দৃশ্য টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘আবার ফিরতে চলেছে আপনাদের প্রিয় জুটি।’
Pyaar aur ‘NAIN’ ka bahut purana rishta hai. ❤ The iconic jodi is back in #WelcomeToNewYork! Stay tuned…@BeingSalmanKhan @sonakshisinha @WizFilmsIN @PoojaMusic_ pic.twitter.com/6JcQTUGZTY
— Pooja Entertainment (@poojafilms) February 12, 2018
আগামী ২৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। তাই আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই আবার সোনাক্ষী এবং সলমনকে আপনি দেখতে পাবেন ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’-এর এই বিশেষ গানটিতে।
[এই বয়সেও রণবীরকে মাত দিলেন আমির, জানেন কোন বিষয়ে?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.