Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘প্রেমিকারা জীবন শেষ করতেই আসে’, প্রাক্তনদের একহাত নিলেন সলমন খান

প্রেমে এত আপত্তি ভাইজানের!

Salman Khan said this about Ex-Girlfriends | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 14, 2023 7:38 pm
  • Updated:April 14, 2023 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে বড় আপত্তি সলমন খানের (Salman Khan)। বলিউডের সুলতানের মতে, প্রেমিকারা ‘জান’ বলে জীবন শেষ করতেই আসে। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এ (The Kapil Sharma Show) গিয়ে একথাই বলেছেন তিনি।

Kisi Ka Bhai Kisi Ki Jaan Trailer out

Advertisement

ইদের বক্স অফিসকে একেবারে পকেটে পুরতে হাজির সলমনের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। তারই প্রচারে কপিল শর্মার শোয়ে এসেছিলেন ভাইজান। জনপ্রিয় কমেডিয়ান তাঁর কাছে প্রেমের বিষয়ে জানতে চান। কাকে ‘জান’ বলার অধিকার আজকাল কাকে দিয়েছেন ‘দাবাং’ স্টার? প্রশ্ন করেন কপিল। উত্তরেই প্রেমের প্রতি যাবতীয় বিরক্তি প্রকাশ করে ফেলেন তারকা।

[আরও পড়ুন: ‘মোটাকে মোটা বোলো না!’ বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব আবির-ঋতাভরী, প্রকাশ্যে ‘ফাটাফাটি’ ট্রেলার ]

সলমন জানান, ‘জান’ বলার অধিকার তিনি কাউকে দেননি। কারণ প্রেমিকারা জীবন শেষ করে দিতেই জীবনে আসে। প্রথমে ‘জান’ বলে ভালবাসা দেখায়। তারপর প্রাণ ধ্বংস করে দেয়। তারপর ভালবাসা শেষ হয়ে যায়। আবার অন্য কারও জীবনে গিয়ে তাঁর প্রাণ ওষ্ঠাগত করে দেয়।

অবশ্য বলিউডের খবরে কান পাতলে, সলমনের রঙিন জীবনের অনেক গল্পই শোনা যায়। যার মধ্যে ভাইজানের জীবনের সবচেয়ে চর্চিত প্রাক্তন ‘প্রেমে’র অধ্যায় ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ। তাঁদের ঠেস দিয়েই কি ভাইজানের এমন মন্তব্য? উঠছে প্রশ্ন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

[আরও পড়ুন: আমাকে দেখে বাঙালিরা আঁতকে উঠবে পয়লা বৈশাখে: প্রসেনজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement