Advertisement
Advertisement
Salman Khan

সলমনের বিরুদ্ধে মুখ খোলায় রোষের মুখে সোনা!

ভাইজানের ভক্তকূল, মহিলাদের সম্পর্কে মন্দ কথা বলায় নজির গড়ে ফেললেন সোনার সেই টুইটটিকে কেন্দ্র করে৷

Salman Khan rape comment: Sona Mohapatra gives befitting reply
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2016 6:42 pm
  • Updated:April 11, 2019 6:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না ভাইজানের৷ কখনও তিনি আবার কখনও তাঁর ভক্তরা মন্দ কথা বলায় জেনোপ রেকর্ড তৈরি করে ফেললেন শেষ ৪৮ ঘণ্টায়৷ আসন্ন ছবি ‘সুলতান’-এ কুস্তিগিরের ভূমিকায় শুটিং করা কতটা কঠিন ছিল, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সলমন বলেছিলেন, “বারবার ১২০ কেজির পালোয়ানকে ওঠানো-নামানো করতে হয়েছে৷ এত পরিশ্রমসাধ্য গোটা ব্যাপারটা যে শুটিং শেষে নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত৷” সলমনের এহেন মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে৷ সমাজসেবি সংগঠনগুলি ভাইজানের এহেন মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে তাঁর ক্ষমা চাওয়ার দাবি করছেন৷ এতকিছুর মধ্যেই সঙ্গীত শিল্পী সোনা মহাপাত্র সলমনের এহেন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে একটি টুইট করেছিলেন৷ ভাইজানের ভক্তকূল, মহিলাদের সম্পর্কে মন্দ কথা বলায় নজির গড়ে ফেললেন সোনার সেই টুইটটিকে কেন্দ্র করে৷ ‘৫০ বছরের বুড়ি’, ‘বেশ্যা’ থেকে শুরু করে হাজার রকম খারাপ কথা সোনাকে উদ্দেশ্য করে বলেন সলমনের ভক্তরা৷
একদিকে যখন সোনা এবং সলমন-ভক্তদের তরজা চলছে, তখন সলমনের পক্ষ নিয়ে কথা বললেন একদল বলি তারকা৷ তাকে ঘিরেও চলল খানিক জলঘোলা৷ পরিচালক সুভাষ ঘাইকে এদিন সলমনের মন্তব্যের ভিত্তিতে প্রতিক্রিয়া দিতে বলা হলে তিনি ভাইজানের পক্ষ নিয়েই বলেন, “আমার পরিচিতদের মধ্যে সলমন অন্যতম যিনি মহিলাদের খুবই সম্মান করেন৷ সলমনের কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ নিজের চরম পরিশ্রম এবং শারীরিক যন্ত্রণার কথা বলতে গিয়েই সলমন এমন মেটাফর ব্যবহার করে ফেলেছেন৷”
সুভাষের পাশাপাশি, অভিনেত্রী পূজা বেদি, সলমনের ভাই আরবাজ খান এই ঘটনায় সলমনের পক্ষ নিয়েছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement