সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর বড়পর্দায় ম্যাজিক দেখিয়েছিল সলমন খান-কবীর খান জুটি৷ বক্স-অফিসে বড় অঙ্কের ব্যবসা দিয়েছিল ‘বজরঙ্গি ভাইজান’৷ এর আগে এই জুটির ‘এক থা টাইগার’ ছবিও সুপারহিট হয়েছিল৷ স্বাভাবিকভাবেই বলিউডের এই অভিনেতা ও পরিচালকের কাছ থেকে সিনেপ্রেমীদের প্রত্যাশাও বেড়ে গিয়েছে৷ চলতি বছর ইদে ফের জুটি বেঁধে আসছেন তাঁরা৷ তার আগে মঙ্গলবার মুক্তি পেল ‘টিউবলাইট’ ছবির টিজার৷
এক্কেবারে অন্য কায়দায় মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘রইস’ ছবির ট্রেলার৷ দেশের বিভিন্ন সিনেমা হলে অনলাইনে দর্শকদের মুখোমুখি হয়েছিলেন কিং খান৷ ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন৷ তাই সলমনও যে নিজের ছবির প্রচারে চমক রাখবেন, তা আন্দাজ করাই যায়৷ টিজারেই মিলল সেই ইঙ্গিত৷
সুপারস্টার দাবাং খান যে বাচ্চাদের কাছে দারুণ প্রিয়, সে কথা সকলেরই জানা৷ তিনি নিজেও কচিকাচাদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন৷ বজরঙ্গি ভাইজান ছবিরও ইউএসপি ছিল বাচ্চারা৷ আর ‘টিউবলাইট’-এর প্রথম ঝলকেরও আকর্ষণ হল সেই শিশুরাই৷ তাদের কেউই গান শেখেনি৷ কিন্তু বেশ ভালভাবেই টিজারে নিজেদের প্রতিভা তুলে ধরেছে তারা৷ মুম্বইয়ে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশেপাশেই থাকে এই তারা৷ ৬ থেকে ১১ বছরের মধ্যে বাচ্চাদের বেছে তাদের দিয়ে টিজারের জন্য গান রেকর্ড করানো হয়৷ কবীর খান জানান, “আমি আর সলমন দু’জন মিলেই ঠিক করি, কচিকাঁচাদের দিয়ে একটা গান রেকর্ড করাব৷ কিন্তু তার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কাউকে চাইনি৷ তখনই ঠিক হয় ওর এলাকা থেকে বাচ্চাদের বেছে নেওয়া হবে৷ সলমনই ওদের স্টুডিওতে ডাকে এবং বুঝিয়ে দেয় কী করতে হবে৷ প্রোমো টিজারের মূল আকর্ষণ এই কোরাসই৷”
সঙ্গীত পরিচালক প্রীতম ছবিতে মিউজিক দিয়েছেন৷ ‘টিউবলাইট’-এ সলমনের বিপরীতে অভিনয় রয়েছেন চিনের ঝু ঝু৷ প্রয়াত অভিনেতা ওম পুরির এটিই বলিউডে শেষ কাজ৷ ১৯৬২ সালের সিনো-ইন্দো যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি৷ দেখে নিন এদিন মুক্তি পাওয়া ছবির টিজার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.