Advertisement
Advertisement

আইনি বিপাকে পড়তে পারে টিম ‘লাভরাত্রি’, কিন্তু কেন?

আইনজীবীর অভিযোগের ভিত্তিতেই সমস্যার সূত্রপাত৷

Salman Khan may face hit for ‘hurting’ religious sentiment
Published by: Sayani Sen
  • Posted:September 13, 2018 4:46 pm
  • Updated:September 13, 2018 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিপাকে পড়তে চলেছেন সলমন খান৷ ‘লাভরাত্রি’ সিনেমাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে আইনি জটিলতা৷ বলিউডের এই ছবির নাম ও বিষয়বস্তু হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগকে আঘাত করেছে বলেই অভিযোগ৷ বিহারের মুজাফ্ফরপুর আদালতের নির্দেশ অনুযায়ী বলিউডের ভাইজান-সহ ওই সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে স্থানীয় থানা৷

 

Advertisement

[ভিলেন বিজ্ঞানীর হাত থেকে দুনিয়াকে বাঁচাতে আসছে চিট্টি, দেখে নিন ঝলক]

পুরোদস্তুর রোম্যান্টিক গল্প ‘লাভরাত্রি’। সুশ্রুত মফঃস্বলের ছেলে। অ্যাম্বিশন জিনিসটা তার মধ্যে একেবারেই নেই। নিজের জীবন সে উপভোগ করতে ভালোবাসে। বৃথা ইঁদুরদৌড়ে শামিল হওয়া তার অপছন্দ। এমন একটি ছেলে হঠাৎই এক এনআরআই মেয়ের প্রেমে পড়ে। নবরাত্রির সময় বরোদায় এসেছিল সে। তখনই তাদের দেখা হয়। প্রথম দেখা থেকেই মেয়েটির প্রেমে হাবুডুবু খেতে শুরু করে সুশ্রুত। মেয়েটিও সুশ্রুতের উপর দুর্বল হয়ে পড়ে।কিন্তু এসব ক্ষেত্রে যা হয়, এখানেও তাই হল। মেয়েটির এনআরআই বাবা এই সম্পর্কে রাজি নয়। প্রেমিকাকে পেতে গুজরাট ছেড়ে বিদেশে পাড়ি দেয় সুশ্রুত।  আলোচনা, মারামারি সবই আছে ছবিতে। কিন্তু এতে কি সমস্যার সমাধান হয়? এই নিয়েই ছবি। 

[জল্পনায় জল ঢেলে ফেলুদা নিয়ে কী বললেন যিশু সেনগুপ্ত?]

‘লাভরাত্রি’-র এটি বিষয়বস্তু হলেও সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবীর দাবি, ন’দিন ধরে দেবী দুর্গার আরাধনায় নবরাত্রি পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা এই সিনেমার মাধ্যমে সেই নবরাত্রির রীতিকে নিয়ে হাসিঠাট্টায় পরিণত করা হয়েছে৷ ওই আইনজীবীর আরও দাবি, এভাবেই বিভিন্নভাবে ‘লাভরাত্রি’-র মাধ্যমে হিন্দু ভাবাবেগকে আঘাত করা হয়েছে৷ ছবির ট্রেলার দেখেই তিনি এই অভিযোগ করেছেন বলেও দাবি সুধীর কুমার ওঝা-র৷ গত সপ্তাহে ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ২৯৮, ১৫৩, ১৫৩ বি, ১২০বি ধারায় আদালতে অভিযোগ দায়ের করেন আইনজীবী৷ এই প্রত্যেকটি ধারায় যেকোনও ধর্মীয় স্থানকে অপবিত্র করা, কোনও ধর্মকে অসম্মান করা সংক্রান্ত৷

[স্বপ্নার বায়োপিক বানাতে চান, সোনার মেয়েকে ফোন পরিচালক সৃজিতের]

আইনজীবীর দায়ের করা এই অভিযোগের ভিত্তিতেই বলিউডের ভাইজান সলমন খান, ছবির প্রযোজক ও অন্যান্য কলাকুশলী-সহ মোট আটজনের বিরুদ্ধে মিঠানপুর থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছে বিহারের মুজাফ্ফরপুর আদালত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement