Advertisement
Advertisement

ফাঁস হল ‘ভারত’ ছবিতে সলমনের লুক, চিনতে পারছেন?

দেখেছেন ভাইজানের নয়া লুক?

Salman Khan looks from Bharat sets leaked
Published by: Sulaya Singha
  • Posted:October 31, 2018 5:39 pm
  • Updated:October 31, 2018 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের ‘রেস থ্রি’ বক্সঅফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। কাহিনি থেকে অভিনয়, কোনওকিছুই মন ভরাতে পারেনি দর্শকের। কিন্তু তাতে সলমনের জনপ্রিয়তায় কোনও আঁচ লাগেনি। আগ্রহ কমেনি তাঁর পরবর্তী ছবি নিয়েও। ‘ভারত’-এ যে ফের দাবাং খানকে নিজের ছন্দে পাওয়া যাবে এমন আশাতেই বুক বেঁধেছেন তাঁর অনুরাগীরা। আর সে ছবিতে সুপারস্টারের ফার্স্টলুক ফাঁস হতেই তা আরও একবার প্রমাণিত।

[আলিয়া, দীপিকা, অনুষ্কার সঙ্গে কাজ করতে ভয় হয়: অমিতাভ]

Advertisement

‘বিগ বস ১২’-র শুটিংয়ে ব্যস্ত সল্লু মিঞা। একই সঙ্গে পরিচালক আলি আব্বাস জাফরের ছবি ভারত-এর শুটিং করছেন। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই ‘দাবাং থ্রি’-এর শুটিং শুরু। এসবের মধ্যেই ফাঁস হয়ে গেল সলমনের নয়া লুক। সম্প্রতি আবু ধাবিতে শেষ হয়েছে ছবির শুটিং। আর সেই সেটেরই কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে সলমনকে দেখা যাচ্ছে অন্য লুকে। দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। একটি ছবিতে ৭০-এর দশকের লুকে দেখা যাচ্ছে ভাইজানকে। ধূসর রঙের একটি চেকড শার্ট এবং ঘিয়ে রঙের প্যান্ট পরে রয়েছেন তিনি। অন্য একটি ছবিতে আবার সলমন ধরা দিয়েছেন কালো স্লিভলেস জ্যাকেট গায়ে। সে ছবিতে স্পষ্ট ৫০ পেরিয়েও ঠিক কতটা ফিট তিনি।

[ভালবাসার মোড়কে বিপর্যয়ের কাহিনি, মুক্তি পেল ‘কেদারনাথ’-এর টিজার]

দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’ আবলম্বনে তৈরি হচ্ছে ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবনের মধ্যে দিয়ে তুলে ধরা হবে ১৯৫০ সাল থেকে বর্তমান পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইতিহাস। ছবিতে নাকি পাঁচটি আলাদা লুকে দেখা যাবে সলমনকে। দীর্ঘ ৬০ বছরের ইতিহাস দেখাতে প্রায় ৩ ঘণ্টারই ছবি বানানোর পরিকল্পনা ছিল পরিচালকের। তবে শোনা যাচ্ছে, কাটছাঁট করে সিনেমাটি হবে আড়াই ঘণ্টার। সলমনের সঙ্গে ছবিতে ফের জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও থাকছেন দিশা পাটানি, নোরা ফতেহি, টাবু এবং জ্যাকি স্রফও। বিশেষ ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। আগামী বছর মুক্তি পাবে ‘ভারত’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement