সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় আমির খানের কাছে হার স্বীকার করে নিয়েছেন৷ কিন্তু এ বছরের বিচারে মিস্টার পারফেকশনিস্টকে ১০ গোল দিলেন বলিউড সুপারস্টার সলমন খান৷ নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর সুপারহিট ছবি ‘সুলতান’-এর থেকে আমিরের সদ্য মুক্তি পাওয়া ‘দঙ্গল’ ঢের ভাল৷ কিন্তু তাঁর সুলতানই তাঁকে বর্ষসেরার খেতাব জিতিয়ে দিল৷ কারণ ফোর্বসের প্রকাশিত সেরা ১০০ ভারতীয়র তালিকায় আর্থিক দিক থেকে বর্ষসেরা সেলেব হলেন দাবাং খান৷
গত বছর কিং খানের কাছে পরাস্ত হয়ে ২ নম্বরে ছিলেন সলমন৷ এবার শাহরুখকে পিছনে ফেলে দিলেন তিনি৷ বলিবাদশা এবার এক নম্বর থেকে দুয়ে এসেছেন৷ বক্স অফিসে ‘সুলতান’ টেক্কা দিয়েছে শাহরুখের ‘দিলওয়ালে’কে৷ আর আমির? প্রথম দশেও জায়গা হল না তাঁর৷ কারণ গত বছর ফ্যানদের কোনও ছবি উপহার দেননি আমির৷ সেই কারণেই ১৪ নম্বরে নেমে গিয়েছেন তিনি৷ তবে একজন সেলেব সবাইকে চমকে দিলেন৷ রণবীর সিং, আমির খান, রজনীকান্তের মতো তারকাদের টপকে গেলেন কমেডিয়ান কপিল শর্মা৷ খ্যাতির বিচারে গতবার ২৭ নম্বরে থাকা এই জনপ্রিয় কমেডিয়ান ২০ ধাপ এগিয়ে সাত নম্বরে চলে এলেন৷ আর আর্থিক তালিকায় ৫১ থেকে একধাপে ১১-য় পৌঁছে গিয়েছেন তিনি৷
এদিকে চার নম্বরে থাকা খিলাড়ি অক্ষয় কুমারকে টপকে গেলেন রিয়েল লাইফের এক খিলাড়ি৷ তিনি বিরাট কোহলি৷ আর্থিক দিক থেকে দুই খান বিরাটকে মাত দিলেও খ্যাতিতে কিন্তু বিরাট সবাইকে হার মানিয়েছেন৷ ঠিক যেমন তাঁর সামনে মাথা নোয়ায় প্রতিপক্ষ, তেমনই ফোর্বসের খ্যাতির তালিকার শীর্ষে রইলেন ক্যাপ্টেন কোহলি৷ আর আর্থিক দিক থেকে সলমন ও শাহরুখের পরেই রয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক৷ এমএস ধোনি পাঁচে এবং শচীন তেণ্ডুলকর রইলেন ৭ নম্বরে৷ ছয় এবং আট নম্বর জায়গা দখল করে তাক লাগিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.