Advertisement
Advertisement

পাহাড়ি রাস্তায় সাইকেল চালালেন ভাইজান, ব্যাপারটা কী?

সলমনের সঙ্গে সাইকেল চালাতে দেখা গিয়েছে দুই মন্ত্রীকেও৷

Salman Khan in Arunachal Pradesh
Published by: Sayani Sen
  • Posted:November 23, 2018 3:45 pm
  • Updated:November 23, 2018 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় সাইকেল চালিয়ে এগিয়ে চলেছেন সলমন খান৷ পাশেই রয়েছেন কিরেণ রিজিজু এবং পেমা খান্ডু৷ তাঁরাও ভাইজানের সঙ্গেই সাইকেল চালাচ্ছেন৷ ভাবছেন, কোনও সিনেমার শুটিংয়েই হয় তো দেখা গিয়েছে সলমনকে৷ কিন্তু এরপরই আপনার মনে এই প্রশ্নও জাগবে যে, ভাইজানের সঙ্গে দুজন মন্ত্রী সেখানে কি করছেন? উত্তর একটাই, শুটিংয়ে ব্যস্ত নন সলমন৷ অরুণাচল প্রদেশের পর্যটনের অ্যাম্বাসাডর তিনি৷ মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের উদ্বোধনেই এই রাজ্যে এসেছেন সলমন৷

[দেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়িয়ে রোষের মুখে সলমন]

বৃহস্পতিবারই শুরু হয়েছে মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের৷ ওইদিনই ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছন তিনি৷ চার্টার্ড বিমানে ডিব্রুগড় পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান কিরেণ রিজিজু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷ ওই রাজ্যের ঐতিহ্যবাহী মোনপা জ্যাকেট পরেছিলেন সলমন৷ ওই পোশাকেই সাইকেল চালাতে দেখা গিয়েছে তাঁকে৷ টুইটার হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন কিরেণ রিজিজু৷ মন্ত্রী টুইটে লেখেন, ‘‘মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল পর্যটকদের কাছে আকর্ষণীয়৷ এই উৎসব আরও সমৃদ্ধশালী হয়ে উঠুক, এটাই চাই সকলে৷’’

Advertisement

[#MeToo বিতর্কে এবার মুখ খুললেন সলমনের বান্ধবী]

আপাতত ‘ভারত’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভাইজান৷ যেখানে পাঁচ ধরনের ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে৷ ৬০ বছরের ইতিহাস তুলে ধরা হচ্ছে সলমনের আগামী সিনেমায়৷ ওয়াঘা বর্ডারে শুটিংয়ের অনুমতি পাননি ভাইজান৷ তাই পাঞ্জাবের একটি গ্রামে ওয়াঘা বর্ডারের সেট তৈরি করেই শুটিং করছেন সলমন৷ মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালে যোগ দিয়ে ভাইজান বলেন, ‘‘অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আকর্ষণ করে আমাকে৷’’ খুব তাড়াতাড়ি তাঁর আগামী ছবির শুটিং এই রাজ্যে করার প্রতিশ্রুতিও দেন ভাইজান৷

[শিখ পুণ্যার্থীদের জন্য কর্তারপুর করিডর গড়বে ভারত]

১০ কিলোমিটার রাস্তা সাইকেল চালান দাবাং খান৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু এবং পেমা খান্ডু৷ সেই ছবিও টুইট করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement