Advertisement
Advertisement

ধর্ষিত ‘সুলতান’! বিতর্কে সলমন

মনের কথা বলতে গিয়ে বিপাকে বলিউডের ‘সুলতান’৷

Salman Khan Has 7 Days To Apologise For Rape Comment, Says Women's Panel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2016 1:43 pm
  • Updated:June 21, 2016 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর সলমান খান প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ এইবার মনের কথা বলতে গিয়ে বিপাকে বলিউডের ‘সুলতান’৷ আসন্ন ছবি ‘সুলতান’-এ কুস্তিগিরের ভূমিকায় শুটিং করা কতটা কঠিন ছিল, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সলমন বলেছিলেন, “বারবার ১২০ কেজির পালোয়ানকে ওঠানো-নামানো করতে হয়েছে৷ এত পরিশ্রমসাধ্য গোটা ব্যাপারটা যে শুটিং শেষে নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত৷”

এতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ বলিউড অভিনেতার সমালোচনায় মুখর হয়েছে গোটা নেট দুনিয়া৷ বিষয়টি জাতীয় মহিলা কমিশন অবধি গড়িয়েছে৷ মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম মঙ্গলবার সকালে এক সংবাদ মাধ্যমকে জানান, “সলমনের এত মহিলা অনুরাগী রয়েছে, তাঁর এই ধরণের মন্তব্য করা উচিত হয়নি৷”

Advertisement

সলমনের ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তিনি৷ আর এই ক্ষমা তাঁকে সাত দিনের মধ্যেই চাইতে হবে বলে দাবি মহিলা কমিশনের৷ সূত্রের খবর, নিজের মন্তব্যের এমন প্রতিক্রিয়া হবে ভাবতেও পারেননি সলমন৷ এর জন্য খুব শিগিগিরিই ক্ষমাও চাইতে পারেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement