সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে ৫৪২-র মধ্যে ৩০৩টি আসন পেয়েছে বিজেপি৷ দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় নরেন্দ্র মোদি সরকার৷ মন্ত্রিসভাও গঠন হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ ভাগ করে দেওয়া হয়েছে দপ্তরও৷ মন্ত্রিসভার দপ্তর বন্টনে আপ্লুত সলমন খান৷ টুইট করে মোদিকে সেকথা জানিয়েছেন তিনি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বলিউড তারকাদের সুসম্পর্ক যে রয়েছে, তা যদিও সকলেরই জানা৷ শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা গিয়েছে একাধিক তারকাকে৷ ছিলেন কঙ্গনা রানাউত, শাহিদ কাপুর, করণ জোহরের মতো বলিউড ব্যক্তিত্ব৷ সলমন ছিলেন না ঠিকই৷ তবে রবিবার টুইট করে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সকলকে শুভেচ্ছা জানান বলিউডের ভাইজান৷ প্রধানমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করে তিনি লেখেন, ‘‘দুরন্ত একটি দলের জন্য সম্মানীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷ শক্তিশালী এবং বৈষম্যহীন ভারত গড়ে তোলার উদ্যোগের ক্ষেত্রে সমগ্র মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাচ্ছি৷’’ তবে এই প্রথমবার নয়৷ এর আগে লোকসভা ভোটে জয়ের পরেও টুইটে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন সলমন খান৷ ভাইজান টুইট করেছিলেন, ‘‘এই বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন৷ ভারতকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে আপনার পাশে রয়েছি আমরা৷’’
সোশ্যাল মিডিয়ায় সলমনের সঙ্গে মোদির কথাবার্তা আগেও হয়েছে৷ লোকসভা নির্বাচনের আগে অনুরাগীদের ভোটদানে উৎসাহিত করার জন্য দাবাং খান-সহ একাধিক তারকার কাছে আবেদন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ টুইটে তিনি লিখেছিলেন, ‘‘ভোটদান শুধু অধিকারই নয়, কর্তব্যও৷ সলমন খান, আমির খান, আমাদের গণতন্ত্র এবং দেশকে শক্তিশালী করে তোলার জন্য আপনাদের নিজস্ব কায়দায় তরুণদের অনুপ্রাণিত ও উৎসাহিত করে তোলার সময় এসেছে৷’’ তবে নিন্দুকরা এই ইস্যুতেও সমালোচনা করতে ছাড়ছেন না৷ অনেকেই বলছেন, ‘ভারত’ ছবি মুক্তির আগে প্রচারে থাকতেই নাকি এসব করছেন সলমন৷ তবে দাবাং খান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷
Honourable Prime Minister, congratulations on a splendid team and all my best wishes to the entire cabinet in their endeavours to make a stronger and equal India. @PMOIndia
— Salman Khan (@BeingSalmanKhan) June 2, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.