Advertisement
Advertisement

Breaking News

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় ফাঁসানো হয়েছে সলমনকে!

কার এমন দাবি জানেন?

Salman Khan appears in Jodhpur court, regarding blackbucks poaching case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2018 2:03 pm
  • Updated:July 29, 2019 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে।এমনই দাবি করলেন সলমনের আইনজীবী এইচ এম সারস্বত।কৃষ্ণসার শিকার মামলার চূড়ান্তপর্বের শুনানিতে আজ আদালতে হাজির ছিলেন সলমন খান।শুনানি চলাকালীন যোধপুর গ্রামীণ আদালতে আসেন বি-টাউনের ‘টাইগার’। শুনানির শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দাবি করেন এইচ এম স্বারস্বত। কৃষ্ণসার হরিণ শিকার মামলার পরবর্তী চূড়ান্ত শুনানি হবে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর।

[হাড় জুড়তে গিয়ে বালকের মৃত্যু, চাঞ্চল্য মেডিক্যাল কলেজে]

Advertisement

শুনানির সময় আদালতে কৃষ্ণসার হরিণের পোস্টমর্টেম রিপোর্ট ও ঘটনার প্রত্যক্ষদর্শী পুনমচাঁদের সাক্ষ্যকে ভিত্তি করে বিবৃতি দিচ্ছিলেন সলমনের আইনজীবী। সেই সময় তিনি পুনমচাঁদের বয়ানের ভিডিওটিও চালান। তখনই রিপোর্ট ও  ভিডিও-র বয়ানের মধ্যে অসঙ্গতি সামনে আসে।বিষয়টিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এইচ এম সারস্বত।

ভিডিওটি যখন চলছিল তখন সলমনের চোখের কোণে জলও দেখা গিয়েছে। আদালতে আজ মাঝেমধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন বলিউডের ‘ভাইজান’।এর আগে গত আগস্টের চার তারিখে কৃষ্ণসার মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা।আজও শুনানি চলাকালীন আদালতে আসেন তিনি।

[নকশা করা বোরখা পরা যাবে না, মুসলিম মহিলাদের জন্য জারি নয়া ফতোয়া]

উল্লেখ্য, ১৯৯৮ সালে ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিটির শ্যুটিংয়ে কঙ্কণি গ্রামে ছিলেন সইফ আলি খান, নীলম, টাব্বু, সোনালি বেন্দ্রে ও দাবাং স্টার সলমন। সেই সময়ই একদিন শুটিংয়ের ফাঁকে সহকর্মীদের নিয়ে ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমন।এমনই অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে।

[২০১৮-র ভাগ্যচক্রে এক নম্বরে তৃণমূল, বলছে পঞ্জিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement