Advertisement
Advertisement

Breaking News

১১ বছর পর বনশালির সঙ্গে জুটি বাঁধছেন সলমন, ছবির নায়িকা কে জানেন?

কবে মুক্তি পাবে ছবিটি?

 Salman Khan and Anushka Sharma in Sanjay Leela Bhansali's next
Published by: Tanujit Das
  • Posted:December 9, 2018 7:14 pm
  • Updated:December 9, 2018 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-তে ‘সুলতান’ ছবিতে প্রথমবার অনস্ক্রিন জুটি বেঁধেছিলেন সলমন খান ও অনুষ্কা শর্মা৷ ‘৪৪০ ভোল্টের ঝটকা’য় মুগ্ধ করেছিলেন অনুগামীদের এবং কুড়িয়েছিলেন অনেক প্রশংসা৷ সেবছর বক্স অফিসেও চুটিয়ে ব্যবসা করেছিল ‘সুলতান’৷ ব্লকবাস্টার সেই ছবিতে ‘ভাইজান’ ও ‘বিরাট ঘরনি’র রসায়ন মন কেড়েছিল সকলের৷ কিন্তু এরপর প্রায় দু’বছর অতিক্রান্ত৷ ‘আবার কবে একসঙ্গে দেখা যাবে সলমন ও অনুষ্কাকে’? সেই প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল আপামোর অনুরাগীদের মনে৷ সূত্রের খবর, শীঘ্রই সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ খুব তাড়াতাড়ি আবারও জুটি বাঁধতে চলেছেন সুলতান ও ‘আরফা’৷

[ক্যানসারে আক্রান্ত শাহিদ! কী বলছে পরিবার?]

Advertisement

গুজব নয়, সম্প্রতি একথা নিজের মুখেই স্বীকার করেছেন খোদ ‘দাবাং খান’৷ সলমন জানিয়েছেন, সঞ্জয়লীলা বনশালির পরবর্তী সিনেমায় আবারও অনুষ্কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি৷ জানা গিয়েছে, সুলতানের সাফল্যে খুশি হয়ে, সলমন নিজেই এই ছবির নায়িকা হিসাবে অনুষ্কার নাম প্রস্তাব করেন৷ রাজি হয়ে যান পরিচালক বনশালিও৷ তবে এখনও চুক্তিপত্রে স্বাক্ষর করেননি অনুষ্কা শর্মা৷ শীঘ্রই মিটে যাবে এই স্বাক্ষরপর্ব৷ বনশলির ঘনিষ্ট সূত্রে খবর, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে৷ সম্ভবত বহুচর্চিত আধ্যাত্মিক উপন্যাস ‘দি ইমমর্টাল অফ মেলুহা’র উপর ভিত্তি করেই সিনেমাটির পরিচালনা করবেন বনশালি৷ যদিও প্রথমে এই উপন্যাসটির স্বত্ব কিনেছিলেন পরিচালক করণ জোহার৷ এর উপর ভিত্তি করে ‘সুদ্ধি’ নামের একটি ছবি তৈরিরও পরিকল্পনা করেন তিনি৷ কিন্তু অবশেষে সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং ২০১৭-তে ‘দি ইমমর্টাল অফ মেলুহা’র স্বত্ব কেনেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি৷

[আম্বানিকন্যা ইশার প্রাক-বিয়ের আসরে হিলারি ক্লিন্টন, দেখুন ছবি]

১৯৯৯-এ শেষবার বনশালির ‘হম দিল দে চুকে সনম’ সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সলমনকে৷ এরপর ২০০৭-এ তাঁর ‘সওয়ারিয়া’ ছবিতে অতিথি শিল্পী হিসাবে পর্দায় ফুটে উঠেছিলেন ভাইজান৷ ফলে একদশকেরও বেশি সময় পর আবারও জুটি বাঁধতে চলেছেন সলমন ও বনশালি৷ জানা গিয়েছে, ২০১৯-এ শুরু হতে চলেছে তাঁদের এই ছবির শুটিং এবং ২০২০-র ইদে মুক্তি পাবে ছবিটি৷ বর্তমানে সলমন ব্যস্ত রয়েছেন পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমার শুটিংয়ে৷ আগামী বছর ইদে মুক্তি পাবে ছবিটি৷ এদিকে অনুষ্কা শর্মা এখন কোনও ছবির কাজে ব্যস্ত না থাকলেও, চলতি মাসের ২১ তারিখেই মুক্তি পেতে চলেছে তাঁর ‘জিরো’ ছবিটি৷ যেখানে তাঁকে অভিনয় করতে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে৷ ছবিতে রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement