Advertisement
Advertisement

Breaking News

সিনেপ্রেমীদের ‘বড়’ খবর দিলেন সলমন, অক্ষয় ও করণ

২০১৮-য় ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সলমন ও অক্ষয়৷

Salman, Akshay and Karan will work together for a film
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2017 9:48 am
  • Updated:October 27, 2020 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে৷ কিন্তু অনস্ক্রিন ‘সুপারহিট’ তকমা পায়নি তাঁদের ছবি৷ এবার তাই তাঁদের সামনে নতুন চ্যালেঞ্জ৷ আর তার জন্য এখন থেকেই কোমর বেঁধে আসরে নেমে পড়লেন তাঁরা৷ কথা হচ্ছে বলিউডের দাবাং খান এবং খিলাড়ি কুমারের৷ ফের জুটি বাঁধতে চলেছেন তাঁরা৷ তবে এবার একটু অন্যভাবে৷

কীরকম? দুই বলি তারকা টুইট করে জানালেন সেই খবর৷ ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘জানেমান’ ছবির মতো এবার আর অনস্ক্রিন একসঙ্গে দেখা যাবে না অক্ষয় কুমার ও সলমনকে৷ বরং প্রযোজকের ভূমিকায় থাকবেন সলমন৷ যাঁর ছবিতে অভিনয় করবেন খিলাড়ি অক্ষয়৷ এখানেই শেষ নয়৷ কাহানি মে টুইস্ট হল, প্রযোজক সলমনের সঙ্গে থাকছেন আরেক তারকা পরিচালক৷ কে? যাঁর বিরুদ্ধে সল্লু মিঞা প্রায়ই নালিশ করে থাকেন, যে তাঁর ছবিতে তিনি সলমনকে নেন না৷ ঠিকই বুঝেছেন৷ করণ জোহর৷ করণ এবং সলমনের প্রযোজিত ছবিতেই বড়পর্দা কাঁপাতে প্রস্তুত হচ্ছে আক্কি৷

Advertisement

অনুরাগ সিং পরিচালিত বিগ ব্যানার এবং বিগ বাজেটের ছবি ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরুও করে দিয়েছে৷ টুইটারে এই খবর ছড়িয়ে পড়া মাত্র সিনেপ্রেমীদের কৌতূহলের বাঁধ ভেঙেছে৷ ছবিতে অক্ষয়ের বিপরীতে কে থাবছেন? অতিথি শিল্পী হিসেবে কি সলমনের দেখা মিলবে? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে৷ তবে এ বছর নয়৷ সব উত্তরের জন্য সিনেপ্রেমীদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ কারণ ২০১৮-য় ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সলমন ও অক্ষয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement