Advertisement
Advertisement

Breaking News

ফিরছে রাম-সাক্ষী জুটি, তবে টেলিভিশনে নয়

তাহলে এবার কোথায় দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে?

Sakshi and Ram are all set to reunite for Ekta Kapoor's Web Series
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 7:37 pm
  • Updated:November 30, 2016 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স বাঁধ মানেনি৷ টেলিভিশনের পর্দায় যখন দু’জনে এসেছিলেন বড় ভাল লেগেছিল দর্শকদের৷ চমকে দিয়েছিলেন প্রথমবার টিভির পর্দায় লিপলক করে৷ ইতিহাসের রেশ রয়ে গিয়েছে৷ এখনও টেলিভশনের জনপ্রিয় জুটির তালিকায় উপরের সারিতেই দু’টি নাম৷ রাম কাপুর ও সাক্ষী তনওয়ার৷

আবার একতা কাপুরের হাত ধরেই ফিরছে বোকাবাক্সের এই জনপ্রিয় জুটি৷ তবে, টেলিভিশনে নয় এবার ওয়েব সিরিজে৷ ঘোষণাটি করেছেন রাম কাপুর নিজে ‘বালাজি’র টেলিফিল্মস ভেঞ্চার ‘অল্ট বালাজি’র মাধ্যমে৷

Advertisement

ওয়েব সিরিজ সম্পর্কে রাম কিছু না বললেও সূত্রের খবর, টেলিফিল্মের নাম একতার পছন্দের শব্দ ‘K’ দিয়েই শুরু৷ ‘কহতে হ্যায় অপোজিট অ্যাট্রাক্টস’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement