Advertisement
Advertisement

বলিউডে জোর গুঞ্জন, ডেবিউ করতে চলেছেন সইফ-পুত্র?

জানালেন খোদ সইফ আলি খান৷

Saif Ali Khan's son Ibrahim to make Bollywood debut!
Published by: Sayani Sen
  • Posted:October 21, 2018 5:19 pm
  • Updated:October 21, 2018 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাবড় তাবড় সেলিব্রিটিদের নিয়ে মাথাব্যথার অন্ত নেই অনুরাগীদের৷ তেমনই আবার তাঁদের সন্তানরাও আলোচনার বাইরে নয়৷ তা সে ঐশ্বর্য-অভিষেকের মেয়ে আরাধ্যাই হোক কিংবা শাহরুখ তনয়া৷ এত কাল সইফ-করিনার পরিবারের খুদে সন্তান তৈমুরও এখন লাইমলাইটে৷ এবার সবাইকে পিছনে ফেলে আলোচনার শীর্ষে জায়গা করে নিল সইফ আলি খানের ছেলে ইব্রাহিম৷ কানাঘুষো শোনা যাচ্ছে, সেও নাকি এবার পা রাখতে চলেছে রূপোলি জগতে৷

[#MeToo অভিযোগের জের, ‘ইন্ডিয়ান আইডল ১০’ থেকে বাদ অনু মালিক]

শোনা যাচ্ছে, বলিউডে ডেবিউ করার জন্য নাকি প্রস্তুতি নিচ্ছেন ইব্রাহিম৷ তবে কোন সিনেমায় দেখা যাবে তাকে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷ সইফ যদিও নিজে মুখেই স্বীকার করে নেন ছেলে অভিনয় জগতে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ বাবা হিসাবে ছেলেকে এ বিষয়ে নানা পরামর্শও দেন ‘ছোটে নবাব’৷ তিনি বলেন, ‘‘আমার মেয়ে সারা ও ছেলে ইব্রাহিম দু’জনেই ভাবে অভিনয় জগতে আসা খুবই সহজ৷ কিন্তু আমি ইব্রাহিমকে বলেছি, এটা মোটেও সহজ কাজ নয়৷ আরও বেশি গুরুত্ব দিয়ে রূপোলি জগতে ডেবিউ করার জন্য প্রস্তুতি নিতে হবে৷’’ তিনি আরও বলেন, ‘‘বাবা হিসাবে আমি চাই ইব্রাহিম, সারা দু’জনেই সাফল্য পাক৷ নিজেদের জীবনে সুখী হোক৷’’ নিজেদের দক্ষতায় ছেলে ও মেয়ে অভিনয় জগতে জায়গা করে নিতে পারলে খুশি হব বলেও, জানান সইফ আলি খান৷

Advertisement

[‘লাইফ ইন আ মেট্রো’-র সিক্যুয়েল? কাস্টিংয়ে থাকতে পারে চমক]

এর আগে সইফ তনয়া সারাও বলিউডে ডেবিউ করেন৷ ‘কেদারনাথ’ সিনেমায় প্রথম দেখা গিয়েছিল নয়া এই তারকাকে৷ চলতি বছর ‘কফি উইথ করণ’-এর শো-তে সারাকে সঙ্গে নিয়ে আসতে চলেছেন সইফ৷ মেয়েকে নিয়ে সইফ যে বেশ গর্বিত তা বলেন সইফ আলি খান৷ এবার পালা ইব্রাহিমের৷ কবে, কোন সিনেমায় কাজ করতে চলেছে সে তা নিয়েই বলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement