Advertisement
Advertisement

ছোট্ট তৈমুরকে নিয়ে মতের মিল হচ্ছে না সইফ-করিনার!

কোন সিদ্ধান্ত নিতে গিয়ে মতবিরোধ?

Saif Ali Khan wants Taimur to make money with nappy ads
Published by: Sayani Sen
  • Posted:October 28, 2018 5:51 pm
  • Updated:October 28, 2018 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৈমুরকে নিয়ে আলোচনার শেষ নেই৷ কীভাবে বেড়ে উঠছে করিনা এবং সইফের ছেলে, একথা সব সময়ই লাইমলাইটে৷ তৈমুরের ছবি না তোলার কথা বলেছিলেন ছোটে নবাব৷ কিন্তু তার কয়েকঘণ্টা পরেই আবার বিজ্ঞাপনী দুনিয়ায় নিজের ছেলেকে দেখতে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন সইফ আলি খান৷ তবে হাসতে হাসতে সইফ এই ইচ্ছার কথা বলেন৷ তার এই দাবি আদতে কতটা সত্যি তা নিয়ে দানা বেঁধেছে নয়া জল্পনা৷

[আগামী বছর চারহাত এক হবে মালাইকা-অর্জুনের!]

‘বাজার’ সিনেমা নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন সইফ আলি খান৷ এই সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই কথা প্রসঙ্গে তৈমুরের কথা আসে৷ বাবা-মায়ের মতো রুপোলি পর্দায় তৈমুর পা রাখুক, তা চান ছোটে নবাব৷ ছোট থেকেই ওই ভূমিকায় তাকে দেখতে চান সইফ আলি খান৷ তিনি বলেন, ‘‘ন্যাপির বিজ্ঞাপনে সুযোগ পেলে, ছোটবেলায় অর্থ উপার্জন করতে পারে ছোট্ট তৈমুর৷’’ এই কথা বলতে বলতে হেসে ফেলেন তিনি৷ করিনা যদিও নিজের ছেলেকে ন্যাপির বিজ্ঞাপনে দেখতে চান না৷ সইফ আলি খানের এই ভাবনা অত্যন্ত নিম্নরুচির বলেই মত করিনার৷ এভাবে নিজের ছেলেকে রূপোলি জগতে দেখতে চান না বলেই সাফ জানিয়ে দিয়েছেন সইফ ঘরনি৷

Advertisement

[ক্যানসার আক্রান্ত স্ত্রীর জন্য করবাচৌথে কী করলেন আয়ুষ্মান খুরানা?]

বেশিরভাগ মানুষের তৈমুরকে নিয়ে আগ্রহের সীমা নেই৷ তৈমুরের প্রতি অত্যুৎসাহ তাঁর পছন্দ নয় বলেও ওই সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন সইফ৷ আর পাঁচটা শিশুর থেকে তৈমুর যে একেবারেই আলাদা নয়, তা সত্ত্বেও তাঁর ছেলেকে নিয়ে এত আলোচনার কী আছে সেই প্রশ্নও অনুরাগীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement