সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবাবরা কি নিজের বাড়ির বাজার নিজেই করেন?
হ্যাঁ, নবাবি যদি চলে যায় আর পড়ে থাকে শুধু নামটুকুই, তাহলে এমনটা হতেই পারে! যেমন, কলকাতায় রিক্সা চালান নবাব ওয়াজিদ আলি শাহর বংশধররা!
তবে, সইফ আলি খানের ক্ষেত্রে তো আর ব্যাপারটা তা নয়! তাঁর তো নবাবি এখনও অটুট রয়েছে পটৌডি গ্রামে।
তা ছাড়া, সিনেমায় অভিনয় করেও দু হাতে যথেষ্ট উপার্জন করেন নবাব আর তাঁর বেগম। তার পরেও একটা লোক রাখতে কী এসে যায়? কেন তাঁরা নিজেদের মাসকাবারি বাজার নিজেরাই করেন?
প্রশ্নগুলো উঠছে কেন না সম্প্রতি মুদিখানায় দেখা গেল করিনা কাপুর খান আর সইফ আলি খানকে। দেখা গেল, বেগমকে নিজের হাতে কেনাকাটা সেরে, আর পাঁচজনের মতো লাইনে দাঁড়িয়ে দাম মেটাতে!
আসলে, সইফিনা এখন ছুটি কাটাচ্ছেন লন্ডনে। সবার চোখের আড়ালে বেছে নিয়েছেন অবসরের নিভৃতি।
স্বাভাবিক! ভারতে কাজ আর যৌথ পরিবার নিয়ে কতটুকুই বা সময় নিজেদের জন্য বের করে নিতে পারেন তাঁরা! তাই ছুটিছাটায় গেলে ধারে-কাছে আর কাউকে ঘেঁষতে দেন না!
তা, ধারে-কাছে কাউকে ঘেঁষতে না দিলে এটাও তো স্বাভাবিক যে বাজার করতে হবে নিজেদেরই!
তাই করেছেন সইফিনা!
করিনা ঘুরে ঘুরে কিনেছেন সবজি আর ফল। অন্য দিকে, সইফ কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে গিয়েছেন নিজের মতো!
সব মিলিয়ে, ছুটি জমে উঠেছে নবাব-দম্পতির! ঘুরছেন, ফিরছেন, বই পড়ছেন, দেখা করছেন বন্ধুদের সঙ্গে।
মন্দ কী!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.