Advertisement
Advertisement

Breaking News

ব্যবসা ও লাভের জটিল হিসাব নিয়ে বড়পর্দায় সইফ

ছবি মুক্তি পাবে ২৬ অক্টোবর৷

Saif Ali Khan plays the wolf of Dalal Street in 'Bazaar'
Published by: Sayani Sen
  • Posted:September 26, 2018 7:24 pm
  • Updated:September 26, 2018 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দা থেকে বেশ কয়েকদিন দূরে সরে গিয়েছিলেন তিনি৷ মাঝে ‘সেক্রেড গেম’-এর মতো ওয়েব সিরিজে প্রশংসা পেয়েছেন ছোটে নবাব৷ এবার আবার অন্যরকম ভূমিকায় দর্শকদের সামনে আসছেন সইফ আলি খান৷ ব্যবসা ও লাভের জটিল হিসাব নিয়ে ‘বাজার’ সিনেমায় ফিরছেন তিনি৷

[ষোড়শীতেই ধর্ষিতা হয়েছিলেন, স্বীকারোক্তি মডেল-অভিনেত্রীর]

ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্যই।  থ্রিলারধর্মী এই ছবির গল্প নেওয়া হয়েছে অলিভার স্টোনের ‘ওয়াল স্ট্রিট’ থেকে। ‘বাজার’ সিনেমায় শাকুন কোঠারির চরিত্রই করেছেন সইফ আলি খান৷ বেশ চালাক, উচ্চাকাঙ্ক্ষী এবং নিষ্ঠুর শাকুন। ছবিটির অপর গুরুত্বপূর্ণ চরিত্র রিজওয়ান আহমেদ। যিনি এলাহাবাদ থেকে মুম্বই এসে শাকুনের সহকারী হয়ে যান। আহমেদ চেষ্টা করেন যোগ্য হিসাবে শাকুনের কাছে নিজেকে তুলে ধরতে। আদতে তিনি শাকুনের কাছে নিজেকে তুলে ধরতে পারলেন কী না, দর্শকরা সেই উত্তর খুঁজে পাবেন এই সিনেমায়৷

Advertisement

[শ্লীলতাহানির শিকার! ছুটির মাঝেই মুম্বই ফিরলেন অভিনেত্রী]

রিজওয়ানের চরিত্রটিতে অভিনয় করেছেন রোহান মেহরা। ‘বাজার’ ছবিটি দিয়েই রোহান মেহরার অভিষেক হচ্ছে রূপোলি পর্দায়। ছবিটিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং ও রাধিকা আপ্তে। ‘বাজার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ এবং অসীম আরোরা। ছবিটি পরিচালনা করেছেন গৌরব কে চাওলা৷ এমি এন্টারটেইনমেন্ট এবং ক্যাটা প্রোডাকশনস প্রযোজনা করেছে ‘বাজার’৷ ২৬ অক্টোবর মুক্তি পাবে ‘বাজার’। 

[প্রেম আর শরীরের খিদে নিয়ে হাজির ‘চরিত্রহীন’-এর ট্রেলার]

দিনকয়েক আগে মালদ্বীপে সপরিবারে সময় কাটিয়ে ফিরেছেন সইফ আলি খান৷ বেড়িয়ে এসে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন ছোটে নবাব৷ ইতিমধ্যে ‘বাজার’-এর ট্রেলার মন জয় করেছে দর্শকদের৷ ‘বাজার’ ছাড়াও আরও কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সইফ। যদিও এর মধ্যে দুটি ছবির নাম এখনও ঠিক হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement