সুপর্ণা মজুমদার: এক ছবি। তিন কাহিনি। পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য। রাতের অন্ধকারের থেকেও গাঢ় সে রহস্যের জাল বুনেছেন পরিচালক অভিরূপ ঘোষ। এবার দর্শকদের জন্য ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’ আনতে চলেছেন তিনি। মুখ্য ভূমিকায় রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, সায়নী ঘোষ, সৌমন বসু, পৌলমী দাস ও জিনা তরফদার।
থ্রিলার নিয়ে এর আগেও এসেছিলেন অভিরূপ। ‘কে: সিক্রেট আই’ তাঁর প্রথম সিনেমা। এবার একঝাঁক তারকা নিয়ে সাজাচ্ছেন তিনটি পৃথক গল্প। প্রথম গল্প এক ঝড়ের রাতের। ভয়ানক সেই রাতে জেল থেকে পালিয়ে যায় এক সিরিয়াল কিলার সাইকো সান্যাল। এদিকে এক রেস্তরাঁয় আটকে পড়ে সায়নী নামের একটি মেয়ে। সেখানে আবার আশ্রয় নেয় এক আগন্তুক। কে সেই আগন্তুক? সিরিয়াল কিলারই বা কোথায় গেল? এই প্রশ্নের আবহেই শুরু দ্বিতীয় গল্প। যেখানে ভাল জীবনের তাগিদে ঝন্টুর গাড়ি চুরির গ্যাংয়ের সঙ্গে মিশে যায় অর্জুন। কিন্তু শর্টকাটে টাকা রোজগারের অনেক শত্রু রয়েছে। এরই মধ্যে শুরু হয় সৈকতের গল্প। জুয়ার আসরে জয় পাওয়া অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে সৈকতের। কিন্তু জীবন তাঁর জন্য অন্য খেলা সাজিয়ে রেখেছে। তিনটি গল্পই একে অন্যের সঙ্গে কোনও না কোনওভাবে জড়িয়ে। যা নিজস্ব নিয়মেই পরিণতির দিকে এগোতে থাকে।
[‘টু হট টু হ্যান্ডেল’, সলমনের ছবি পোস্ট করে মন্তব্য জ্যাকলিনের]
প্রথম গল্পে দেখা যাবে বিশ্বনাথ ও প্রিয়াঙ্কাকে। দ্বিতীয় গল্পের হাল ধরবেন রুদ্রনীল ও সৌমন। তৃতীয় গল্পে থাকছেন কাঞ্চন ও সায়নী। বাংলা সিনেমায় থ্রিলার কাহিনি অনেক হয়েছে। তিনি নিজেও সায়েন্স ফিকশন থ্রিলার তৈরি করেছেন। তবে এই তিনটি কাহিনি একদম আলাদা। যা থ্রিলারপ্রেমী দর্শকদের মন জয় করে নেবে বলেই বিশ্বাস পরিচালক অভিরূপের। সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক জানান, বাংলা সাহিত্যকে ট্রিবিউট দিয়েই ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’ তৈরি করছেন তিনি। আপাতত পুরোদমে চলছে শুটিং। আগস্ট মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলেই মনে করছেন অভিরূপ।
[বিন্দাস মেজাজে ‘বীরে দি ওয়েডিং’-এ শামিল সোনম-করিনা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.