Advertisement
Advertisement

Breaking News

Rudranil Ghosh

বন্ধু পরমব্রতও বিবাহিত, এবার ব্যাচেলার তকমা ঘোচাতে শপথ রুদ্রনীলের! কবে করছেন বিয়ে?

পরিকল্পনা জানিয়েই দিলেন তারকা।

Rudranil Ghosh about his wedding plans | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 28, 2023 6:25 pm
  • Updated:November 28, 2023 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা হোক বা না হোক, বন্ধু মহলের বেশিরভাগই বিবাহিত। এতদিন সবেধন নীলমণি হয়ে ‘ব্যাচেলার’ তকমা বজায় রেখেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সোমবার তিনিও হয়ে গেলেন বিবাহিত। বিয়ে করলেন পিয়া চক্রবর্তীকে। বন্ধুকে দেখে রুদ্রনীল ঘোষও (Rudranil Ghosh) নিয়ে ফেললেন বিয়ের শপথ।

Rudra-Param

Advertisement

এক বাংলা সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেতা তথা রাজনীতিবিদ জানান, পরমব্রত এভাবে আচমকা বিয়ে করে নেওয়ায় তিনি দারুণ খুশি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকও নাকি এ বিষয়ে কিছু জানতেন না। এভাবেই হঠাৎ করে রুদ্রনীল বিয়ে করে ফেলতে চান। কিন্তু বললেই তো হল না। সামনে লোকসভা নির্বাচন। সেই নিয়ে ব্যস্ততা হয়েছে। তাহলে?

[আরও পড়ুন: ‘হিন্দুস্থান, বলিউড শাসন করবে তেলুগুরা, হায়দরাবাদে চলে আসুন!’ রণবীরকে প্রস্তাব মন্ত্রীর]

তাহলে আর কী? লোকসভা নির্বাচনের পরই তারকার বিয়ের পরিকল্পনা রয়েছে। রুদ্রনীল জানান, প্রায় ১০ বছর ধরে তাঁর বিয়ে করার প্ল্যান রয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু এবার অভিনেতা শপথ নিয়েছেন, ২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলবেন। ভদ্রলোকের এক কথা! কিন্তু পাত্রী কে? কাউকে কথা দিয়ে রেখেছেন? নাকি খুঁজছেন? সে বিষয়ে অবশ্য কিছু জানাননি রুদ্রনীল।

Rudranil Ghosh

এর আগে বন্ধু পরমব্রতকে শুভেচ্ছা জানাতে গিয়ে রুদ্রনীল বলেন, “ও যাঁকেই বিয়ে করুক না কেন, নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভেবে করেছে। পরমের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক এটাই প্রার্থনা করব। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।”

[আরও পড়ুন: Piya Chakraborty: বিয়ের রাত পোহাতেই হাসপাতালে পিয়া চক্রবর্তী, হঠাৎ কী হল? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement