সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ গানের সুরকার হিসেবে পেয়েছেন অস্কার। কিন্তু এটি তাঁর প্রথম অস্কার নয় এমনটাই দাবি করেছেন এম এম কিরাবাণী। এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি।
কিন্তু কেন এমন মন্তব্য অস্কারজয়ী সংগীত পরিচালকের। আদতে পরিচালক রামগোপাল বর্মার (Ram Gopal Varma) প্রতি সম্মান জানিয়ে একথা বলেছেন তিনি। দক্ষিণী সুরকার জানান, এক সময় কাজের জন্য অনেকের দুয়ারে ঘুরেছেন। নিজের তৈরি করা সুরের ক্যাসেটও দিয়েছেন। কিন্তু তা আবর্জনায় ফেলে দেওয়া হত।
যে সময় তাঁকে নতুন ভেবে কেউ কাজ দিতে চাননি, সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন রামগোপাল বর্মা। ১৯৯১ সালে ভেঙ্কটেশ ও শ্রীদেবী অভিনীত তেলুগু সিনেমা ‘ক্ষণা ক্ষণম’-এ সুযোগ দিয়েছিলেন। আর সেই কারণেই রামগোপাল বর্মাকে নিজের প্রথম অস্কার মনে করেন প্রখ্যাত সুরকার। তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও রামগোপালই শেয়ার করেন।
Hey @mmkeeravaani I am feeling dead because only dead people are praised like this 😢😩😫 pic.twitter.com/u8c9X8kKQk
— Ram Gopal Varma (@RGVzoomin) March 25, 2023
এর আগে ‘RRR’ সিনেমার জন্য পাওয়া অস্কার হাতে নিয়েই গান গেয়ে ওঠেন সুরকার এমএম কিরাবাণী। গানের মাধ্যমেই তিনি পরিচালক রাজামৌলি ও টিমকে পাশে থাকার জন্য ধন্যবাদ দেন। একই সঙ্গে সুরেলা মেজাই বলেন, “দেশবাসীর গর্ব RRR।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.