Advertisement
Advertisement

Breaking News

আচমকা জিতের উপর কেন ক্ষুব্ধ সংবাদমাধ্যমের একাংশ?

নয়া বিতর্কে অভিনেতা!

Row over Jeet starrer ‘Sultan: The Saviour’ music launch, scribes stage walkout
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2018 3:08 pm
  • Updated:June 7, 2018 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদে মুক্তি পাচ্ছে ছবি। প্রচারের এই তো সময়! কিন্তু এর মধ্যেই মিডিয়ার একাংশের বিরাগভাজন হলেন টলিউডের সুপারস্টার জিৎ। ‘সুলতান দ্য সেভিয়র’-এর জন্য সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন তিনি। শোনা গিয়েছে, সেখানেই ঝামেলার সূত্রপাত।

জুন মাসের ১৫ তারিখ অর্থাৎ ইদের অবসরেই মুক্তি পাচ্ছে জিতের ‘সুলতান দ্য সেভিয়র’। দাক্ষিণাত্যের তারকা অজিতের ‘ভেদালাম’ ছবির আদলে এ ছবি তৈরি করেছেন পরিচালক রাজা চন্দ। ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি ছবির মিউজিক লঞ্চের আয়োজন করা হয়। অভিযোগ, সাংবাদিকদের অনেকেই, বিশেষ করে বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকরা আশায় ছিলেন যে বৈঠকের পর তারকা আলাদা করে সাক্ষাৎকার দেবেন সকলকে। কিন্তু জিতের জনসংযোগ আধিকারিক জানিয়ে দেন যে তিনি কাউকে সাক্ষাৎকার দেবেন না। কেবল মিউজিক লঞ্চে যা বলবেন তাই নিতে হবে। এরপরই বিক্ষোভ দেখায় উপস্থিত সংবাদমাধ্যমের একাংশ। জিতের সাক্ষাৎকার নিতেই তাঁরা এসেছেন বলে জানান। এমন কোনও তথ্য আগে থেকে কোন জানানো হয়নি? সেই প্রশ্নও তোলেন। কিন্তু জনসংযোগ আধিকারিক নাকি জানিয়ে দেন কোনওভাবেই তারকার সাক্ষাৎকার মিলবে না।

Advertisement

[প্রেমিকাকে মারধর করে বিপাকে আরমান, ক্ষমা চেয়ে দিলেন বিয়ের প্রস্তাব]

শোনা গিয়েছে, এরপরই সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান বিক্ষুব্ধ সাংবাদিকরা। প্রেস কনফারেন্সে গুটিকয়েক সাংবাদিকই ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ঘটনার পর প্রশ্ন উঠেছে, সিনেমার প্রচার করতেই তো এসেছিলেন তারকা। তাহলে সাক্ষাৎকার দিতে আপত্তি কোথায় ছিল? উত্তরে অনেকের মত, নেগেটিভ প্রচারও এক ধরনের প্রচার। আর তা সবসময় কাজ করে। জিতের এই কাজ সেই প্রচারের অঙ্গ হতে পারে। বিশেষ করে ছবির মুক্তির আগে। তবে কারণ যাই হোক, জিতের ছবি আপাতত মুক্তির অপেক্ষায়। আর সে ছবির ভাগ্য শেষপর্যন্ত দর্শকদের হাতেই।

[হইচই ফেলেছে স্বরার হস্তমৈথুনের দৃশ্য, কী প্রতিক্রিয়া মায়ের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement