Advertisement
Advertisement

Breaking News

করিনাকে বাদই দিয়ে দিলেন পরিচালক রোহিত শেট্টি

করিনার পরিবর্তে দীপিকাকে ‘গোলমাল ৪’-এর জন্য প্রস্তাব দেওয়া হতে পারে৷

Rohit Shetty finds it odd to approach Kareena for Golmaal 4 lead role
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 8:06 pm
  • Updated:August 22, 2016 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই নিজের পেশা নিয়ে বেশ সচেতন ছিলেন বেবো৷ সইফের সঙ্গে বিয়ে নিয়ে বেশি মাতামাতি পর্যন্ত করেননি তিনি৷ সম্পর্ক নিয়েও বরাবরই তাঁর মুখে কুলুপ৷ এতেই শেষ নয়, নিজের সন্তান সম্ভাবনার কথাও প্রথমটায় এড়িয়ে গিয়েছিলেন মিডিয়ার সামনে৷ কিন্তু তাঁর স্বামী প্রকাশ্যে করিনার সন্তান সম্ভাবনার কথাটি জানিয়ে দেন৷

কিন্তু করিনার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এত চুপ থাকার কারণ কী?

Advertisement

বেবো কি কোনওভাবে বুঝেছিলেন তাঁর ব্যক্তিগত জীবনের গল্পগুলি তাঁর কেরিয়ারের ক্ষতি করতে পারে?

এই যেমন সন্তান সম্ভাবনার জন্য কাজ হাতছাড়া হল অভিনেত্রীর৷ রোহিত শেট্টির আগামী ছবি ‘গোলমাল ৪’-এ করিনাকে বাদ দিলেন পরিচালক৷ করিনার সন্তান সম্ভাবনার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত৷ এমনটাই তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমকে৷

পরিচালক জানান, “গোলমাল ২ এবং গোলমাল ৩-এ করিনা অভিনয় করেছিলেন৷ তাঁকে ছবির প্রস্তাব দিতে পারলে ভালই হত৷ কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনে এখন যেমন অবস্থা রয়েছে, তাতে তাঁকে ছবির জন্য প্রস্তাব দেওয়া উচিত হবে না৷”

শোনা যাচ্ছে, করিনার পরিবর্তে দীপিকাকে ‘গোলমাল ৪’-এর জন্য প্রস্তাব দেওয়া হতে পারে৷

তবে কি এবার নিজের ব্যক্তিগত জীবনের জন্য করিনাকে টেক্কা দিলেন দীপিকা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement