Advertisement
Advertisement

প্রসেনজিতের স্ত্রীর চরিত্র করিনি: ঋতুপর্ণা সেনগুপ্ত

এখনও দূরে দূরেই রয়ে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জানালেন নায়িকা!

Rituparna Sengupta Opens Her Heart About Prosenjit Chatterjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 11:35 am
  • Updated:November 11, 2016 11:35 am  

প্রাক্তন সুপারহিট। অথচ এখনও দূরে দূরেই রয়ে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখনও কেন আগের মতো অনেক ছবি করছেন না তাঁরা? জানালেন নায়িকা!

rituparna2_web

Advertisement

সংবাদ প্রতিদিন: নভেম্বরে আপনার জন্মদিন গেল৷ ক’টা বসন্ত পার হলেন এই নিয়ে?
ঋতুপর্ণা সেনগুপ্ত: সেটাই তো ঋতু-রহস্য বা ঋতু-রোমাঞ্চ! দুম করে ফাঁস করতে আছে না কি!

সংবাদ প্রতিদিন: এই বছরটা তা হলে আপনার বেশ ভাল কাটল বলা যায়?
ঋতুপর্ণা সেনগুপ্ত: হ্যাঁ, ভালই৷ এই বছর কোনও রিগ্রেটস্ নেই৷ ‘প্রাক্তন’ বছরের সেরা ছবি, বিগেস্ট হিট৷ বহুদিন পর টেলিভিশনে নন-ফিকশন শো করছি৷ ‘হোম মিনিস্টার বউমা’র টিআরপি বেশ ভাল৷ নতুন ছবি বিথীন দাস পরিচালিত ‘তিনাঙ্ক’ রিলিজ করবে৷ আর কলকাতা চলচ্চিত্র উৎসবে শেষদিনে দেখানো হবে আমার এবং কৌশিক সেন অভিনীত, অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘গহিন হৃদয়’৷ এখনও পর্যন্ত আমার কাছে তেমনই খবর৷ এছাড়া রিলিজ করবে ‘আগুনের পাখি’৷ কাজের সূত্রে টরন্টো গেলাম৷ চায়না গেলাম৷ সামনে সিঙ্গাপুরে বঙ্গোৎসব আছে৷ ১৯শে বেরিয়ে যাব৷ সেখানে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে৷

rituparna1_web

সংবাদ প্রতিদিন: আচ্ছা, ‘প্রাক্তন’-এর পর কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার শীতল সম্পর্কের ইক্যুয়েশন বদলাল?
ঋতুপর্ণা সেনগুপ্ত: নাহ্, খুব কিছু পাল্টায়নি৷ ‘প্রাক্তন’ ছবিটা করতে চেয়েছি বলেই শুধুমাত্র কাজটা করেছিলাম৷ শিবু আমার ক্লোজ ফ্রেন্ড৷ নন্দিতাদি-শিবুর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক৷ আমি চেয়েছিলাম ছবিটা ওরাই করুক৷ আমাকে নিয়ে ওরা কত ভাল ছবি করেছে৷ আমিও ওদের কিছু দিতে চেয়েছিলাম৷ ‘প্রাক্তন’ শিবুকে আমার উপহার৷ ১৪ বছর পর ফিরে আসা ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটি সেই কারণেই৷ জুটির এক্সক্লুসিভিটি মেনটেন করেছি শিবু-নন্দিতাদির জন্যই৷ যে কারণে ‘জুলফিকর’ এবং ‘ক্ষত’ আমাকে অফার করা হলেও ছেড়েছি৷

সংবাদ প্রতিদিন: ‘ক্ষত’ ও ‘জুলফিকর’ ছেড়েছেন?
ঋতুপর্ণা সেনগুপ্ত: হ্যাঁ, প্রসেনজিতের মানে জুলফিকরের স্ত্রী-র রোলটা আমাকে অফার করেছিল৷ কিন্তু করিনি৷ কারণ, জানতাম এই জুটির এক্সক্লুসিভিটি মেনটেন না করতে পারলে ‘প্রাক্তন’-এর ওইরকম সাফল্য আসবে না৷ অনেক লোকে তো বলে, ঋতুপর্ণা সেনগুপ্ত না করতে পারে না কাউকে, সব ধরনের কাজ করে৷ তাদের আমি বলছি, আমি কিন্তু বড় পরিচালকের (সৃজিত, কমলেশ্বর) ছবিও ‘না’ করেছি৷ এবং সেটা ‘প্রাক্তন’-এর জন্য৷ এই জুটিকে দর্শক অন্য ছবিতে দেখে নিলে ভাল হত কি? অতগুলো বছর পর একসঙ্গে ফেরা তো সেই জন্যই৷

(সাক্ষাৎকার: শম্পালী মৌলিক)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement