সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটারটা বোধহয় তাঁর জন্য খুব একটা পয়া সোশ্যাল মিডিয়া নয়! যা দেখা যাচ্ছে, যখনই টুইটারে কিছু না কিছু পোস্ট করেন ঋষি কাপুর, তার জন্য তাঁকে পড়তে হয় বেজায় সমালোচনার মুখে।
যেমন, মাসকয়েক আগেই ঋষি টুইটারে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ভারতের বেশির ভাগ রাস্তার নাম গান্ধী পরিবারের সদস্যদের নামে কেন? তার পরেই কামাল রশিদ খান এই মন্তব্যের জন্য অশ্রাব্য ভাষায় গালাগালি করেন তাঁকে।
তবে, টুইটারে বসে লোকজনকে খারাপ কথা বলাটাই কেআরকে’র কাজ! সেটা ধর্তব্যের মধ্যে না ধরলেও চলে! এবার কিন্তু সমালোচনার জন্য দায়ী ঋষি নিজেই! হিলারি ক্লিনটনের মুখমেহনের ছবি পোস্ট করলে সমালোচনার মুখে পড়তে হবে না?
History being checked! Tx for it ABjr. If it wasn’t RIGHT,it would have LEFT a bad taste pic.twitter.com/p6MmEnC5uh
— Rishi Kapoor (@chintskap) 27 July 2016
মুখমেহন? ঠিকই পড়েছেন। সম্প্রতি টুইটারে একটি হিলারি ক্লিনটন মেমে পোস্ট করেছেন ঋষি। সেই ছবিতে দেখা যাচ্ছে, হিলারি ক্লিনটনের হাত এবং মুখের মুদ্রা মুখমেহনের ভঙ্গীতে বিন্যস্ত। এবং মোনিকা লিউনস্কির কাছে জানতে চাইছেন হিলারি, ”ব্যাপারটা ঠিক আছে তো? ইজ ইট রাইট?”
ঋষি এই ছবিটি পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন জনৈক এবি জুনিয়রকে। অনুমান করা হচ্ছে, তিনি আর কেউই নন, খোদ অভিষেক বচ্চন। তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্টটির সঙ্গে লিখেছেন ঋষি, ”ইতিহাস পরখ করে নেওয়া গেল! ধন্যবাদ, এবি জুনিয়র! এটা যদি ঠিক না হত, তবে একটা বাজে স্বাদ মুখে লেগে থাকত!”
আঁতকে উঠবেন না! ঋষির পোস্টটা ইংরেজিতে। সেখানে তিনি ‘রাইট’ আর ‘লেফট’- এইদুটো ইংরেজি শব্দ নিয়ে মজা করেছেন। মজা করেছেন, রাজনীতির বামপন্থা আর দক্ষিণপন্থা নিয়ে।
কিন্তু, টুইটারে সমালোচনার ঝড় উঠল। সবাই রীতিমতো ঋষির সমালোচনায় মুখর হলেন। পড়ে দেখুন সেই সব টুইট! অনেকে তো সরাসরি এও বলেছেন, এরকম মজা নরেন্দ্র মোদিকে নিয়ে করে একবার দেখুন ঋষি, তার পর বুঝতে পারবেন কত ধানে কত চাল!
@chintskap as an American, this is not funny at all. Male chauvinism at its best!
— NYCSA (@shardaH41) 27 July 2016
@chintskap On the day she has become the first nominee of a major party in US, all you can think of is how she satisfies her husband?
— Vivek (@vivek17b) 27 July 2016
@chintskap ;This is in pretty bad taste.Try doing a similar one for Modiji and then see the fun
— Shishir Singh (@Shishir_Singh76) 28 July 2016
@chintskap In very poor taste, what if someone made a similar joke about your family member? would you still share it? #SochoDoston
— Scotchy (@scotchism) 27 July 2016
ঋষির প্রতিক্রিয়া?
Why are people so judgmental and moralistic on this platform? Don’t like it,delete me,like I do. Fuck you! It’s my prerogative to comment
— Rishi Kapoor (@chintskap) 27 July 2016
I commented on Trump and so I did on Hillary.You don’t like it,delete me. My forum is a fun one. Lots tweet on me being drunk.That’s sad!😪
— Rishi Kapoor (@chintskap) 27 July 2016
”আমার এই টুইটার অ্যাকাউন্টটা মজা করার জন্য, হালকা চালে জীবনকে নেওয়ার জন্য। আমার রসিকতার ধরন কারও পছন্দ না হলে আমায় ফলো করো না! এত সমালোচনার কী আছে?” প্রশ্ন অভিনেতার!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.