Advertisement
Advertisement

‘চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কষ্ট দিচ্ছে’, অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঋষি কাপুর

কী হয়েছে অভিনেতার?

Rishi Kapoor opens up about his treatment
Published by: Sayani Sen
  • Posted:January 27, 2019 6:01 pm
  • Updated:January 27, 2019 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন ঋষি কাপুর৷ তবে কী হয়েছে তাঁর, সে বিষয়ে খানদানি কাপুর পরিবারের কেউ স্পষ্ট করে কিছুই জানাননি৷ বছরের শুরুতেই তাঁর স্ত্রী নীতু সিং কাপুর ইনস্টাগ্রামে ক্যানসার নিয়ে একটি পোস্ট করেন৷ তাতেই কানাঘুষো শুরু হয়, ঋষি কাপুরের শরীরে নাকি কর্কটরোগ থাবা বসিয়েছে৷ তবে জল্পনায় ইতি টানলেন  ঋষি কাপুর স্বয়ং৷ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতা৷

[দেশপ্রেমের সত্যি ঘটনা দেখাবে ‘রোমিও আকবর ওয়াল্টার’, দেখুন টিজার]

একটি বিনোদন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ঋষি কাপুর জানান, ‘‘আমার চিকিৎসা এখনও চলছে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, খুবই ক্লান্তিকর। এটার জন্য অসীম ধৈর্যের প্রয়োজন, যেটা আমার জন্য খুবই কষ্টের। আশা রাখি, আমি খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠব। ঈশ্বর চাইলে আমি শীঘ্রই দেশে ফিরব। এই বিরতির সময়টা আমি কোনও সিনেমা নিয়ে চিন্তা করিনি। শুধুমাত্র চিন্তা থেকে নিজেকে দূরে রেখেছিলাম। এই বিরতিটা আমার জন্য একপ্রকার উপকারই হয়েছে।’’ তবে তাঁর ঠিক কী অসুখ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি। এর আগে তাঁর ঘরনি ক্যানসার নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷ তারপর ঋষি কাপুরের বক্তব্য শুনে অনেকেই মনে করছেন, ক্যানসারই হয়েছে অভিনেতার৷ কাপুর পরিবারের কেউই চান না, এ বিষয়টি জানাজানি হোক৷ তাই নাকি রোগের নাম স্পষ্ট করে কিছু বলেননি ঋষি৷ 

Advertisement

[‘জীবনে কোনও অনুতাপ নেই’, পেশাগত জীবন নিয়ে অকপট যিশু]

গত বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান ঋষি কাপুর। টুইটে ভক্তদের সেকথা জানিয়েছিলেন তিনি। তবে তারপর থেকে আর দেশে ফিরে আসেননি৷ বিদেশে থাকাকালীনই অভিনেতার মা মারা যান৷ এমন একটি খবর শুনেও দেশে ফিরতে পারেননি৷ তাঁর সঙ্গে আপাতত দেশের বাইরে রয়েছেন স্ত্রী নীতু সিং কাপুর। ছেলে রণবীর কাপুর, মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি, ও জামাই ভারত সাহানির যাতায়াত লেগেই রয়েছে৷ রণবীরের সঙ্গে ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিয়া ভাটও। এছাড়াও মার্কিন মুলুকে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা চোপড়া, অনুপম খের, জাভেদ আখতার-সহ আরও অনেকেই। প্রত্যেকেই দ্রুত আরোগ্য কামনা করেছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement