সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”বাপের সম্পত্তি না কি? ভারতের যা কিছু, সব ওদের পরিবারের কারও না কারও নামে নাম রাখা হবে?”
সম্প্রতি গান্ধী পরিবারকে নিয়ে টুইটারে এমনই বোমা ফাটালেন ঋষি কাপুর। বর্ষীয়ান অভিনেতার বক্তব্য অত্যন্ত সাফ- জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর শাসনের পরে ভারত যেন পরিণত হয়েছে গান্ধী পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে। তাই ভারতের সব রাস্তা, বিমানবন্দর গান্ধী পরিবারের কারও না কারও নামাঙ্কিত হয়ে গিয়েছে।
সরাসরি ইন্দিরা গান্ধীর নাম এই প্রসঙ্গে টেনে এনেছেন ঋষি কাপুর। বলেছেন, ”ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কেন? ওটা কি মহাত্মা গান্ধীর নামে হতে পারত না? বা ভগৎ সিং-এর নামে? অথবা আম্বেদকরের নামে? আমার নামেও তো হতে পারত!”
Change Gandhi family assets named by Congress.Bandra/Worli Sea Link to Lata Mangeshkar or JRD Tata link road. Baap ka maal samjh rakha tha ?
— Rishi Kapoor (@chintskap) 17 May 2016
If roads in Delhi can be changed why not Congress assets/property ke naam? Was in Chandigarh wahan bhi Rajeev Gandhi assets? Socho? Why?
— Rishi Kapoor (@chintskap) 17 May 2016
We must name important assets of the country who have contributed to society. Har cheez Gandhi ke naam? I don’t agree. Sochna log!
— Rishi Kapoor (@chintskap) 17 May 2016
Film City should be named Dilip Kumar,Dev Anand,Ashok Kumar ya Amitabh Bachchan ke naam? Rajeev Gandhi udyog Kya hota hai? Socho doston!
— Rishi Kapoor (@chintskap) 17 May 2016
Imagine Mohamad Rafi Mukesh Manna Dey Kishore Kumar venues on their name like in our country. Just a suggestion
— Rishi Kapoor (@chintskap) 17 May 2016
Why Indira G airport International ? Why not Mahatma Gandhi or Bhagat Singh Ambedkar or on my name Rishi Kapoor. As superficial! What say?
— Rishi Kapoor (@chintskap) 17 May 2016
Raj Kapoor has made India proud over the years all over even after his death. Certainly more than What has been perceived by politics.
— Rishi Kapoor (@chintskap) 17 May 2016
চমকে উঠছেন তো? হয়তো এটা অভিনেতার ব্যঙ্গই! তবে, এর পরে বলিউডের প্রথিতযশা অনেকেরই নাম টেনে এনেছেন ঋষি কাপুর। প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ”ভেবে দেখুন তো, লতা মঙ্গেশকর, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজ কাপুর, মহম্মদ রফি, কিশোর কুমার- এঁরা কি ফেলনা? দেশের জন্য কি এঁরা কিছুই করেননি? রাজ কাপুর তো মৃত্যুর এত বছর পরেও বিশ্ব দরবারে সমাদৃত। তাহলে এই একচোখোমি কেন?”
প্রশ্ন সঙ্গত না অনায্য- তার বিচার পরে! তবে, ঋষি কাপুরের এই টুইটের এক এক করে যে জবাব দিয়েছেন কামাল খান, তা অত্যন্ত কুরুচিকর। সুযোগ পাওয়া মাত্রই রীতিমতো কুৎসিত ভাষায় ঋষি কাপুরকে আক্রমণ করতে ছাড়েননি কামাল।
কামালের প্রথম বক্তব্য, ঋষি কাপুর না কি মদ খেয়ে টুইটারে এসে এভাবে তাঁর ব্যক্তিগত হতাশা আর ক্ষোভ উগরে দিয়েছেন। তার পরেই কামালের মন্তব্য, ”স্যার আপনার নামেও এক বার খোলা হবে। যেখানে মদ খেয়ে এসে মাতালেরা আপনার মতো **** করে যাবে!”
Sir @chintskap Apke Naam Par Bhi Ek Bar Khola Jayega Jahan Kuch Chutiya Talli Hokar Kuch Bhi Chutiyapa Tweet Karenge https://t.co/7VSgyat9AK
— KRK (@kamaalrkhan) 18 May 2016
Sir @chintskap what have you done in life except Chutiyapa, get drunk in the night n write nonsense about those ppl Who even don’t know you.
— KRK (@kamaalrkhan) 18 May 2016
Rishi Kapoor is big idiot who is abusing ppl like Indira Gandhi after drinking. She is no more n even Modi Ji praised her n salute her.
— KRK (@kamaalrkhan) 18 May 2016
Body Se Bainsa n Dimaag Se Gadha Rishi Kapoor can’t compare his entire Nange Pungo Ki Wahiyat family with greatest PM of India Indira Gandhi
— KRK (@kamaalrkhan) 18 May 2016
বুঝতেই পারছেন, অশ্লীল এই ভাষা সরাসরি লেখা গেল না! আরও আছে, যা আপনারা সরাসরি পড়ে নিতে পারবেন টুইট থেকেই!
ঋষি কাপুরের জবাব?
কিস্যু না! সম্ভবত এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন তিনি!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.