সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটারে সবসময়ই সক্রিয় অভিনেতা ঋষি কাপুর। কোনও না কোনও প্রসঙ্গ নিয়ে প্রায় রোজই তিনি তাঁর বক্তব্য প্রকাশ করেন টুইটারে। সেরকমই রাহুল গান্ধীকে নিয়ে টুইট করে এবার বিপাকে পড়লেন এই অভিনেতা। ভারতবর্ষের ৭০ বছর নিয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেন রাহুল গান্ধী। বক্তৃতার পর শুরু হয় এক প্রশ্নোত্তর পর্ব। সেখানেই শ্রোতাদের মধ্যে থেকে এক ব্যক্তি রাহুলকে প্রশ্ন করেন পরিবারতন্ত্র নিয়ে। আর তাঁর উত্তরেই রাহুল জানান, তিনি একা নন, অখিলেশ যাদব থেকে শুরু করে অভিষেক বচ্চন এমনকী মুকেশ আম্বানীও পরিবারতন্ত্রের অংশ। ভারতে নাকি এমনটাই রীতি।
[দুই নায়িকাকে সঙ্গে নিয়ে মাঝ আকাশে চমক দিতে তৈরি দেব]
তাঁর এই উত্তরেই বেজায় চটেছেন ঋষি কাপুর। রাহুলকে জবাব দিতে তিনি টুইটারকেই মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন। পরিবারতন্ত্রের দোহাই না দিয়ে নিজের যোগ্যতায় সম্মান পাওয়ার পন্থা রাহুলকে শিখতে বলেছেন অভিনেতা। তিনি লেখেন, “রাহুল গান্ধী। ভারতের ১০৬ বছরের সিনেমার ইতিহাসে কাপুর বংশের অবদান ৯০ বছরের। আর প্রত্যেক প্রজন্মই নিজের যোগ্যতায় সাধারণ মানুষের ভালবাসা পেয়েছে।” আরও একটি টুইটে তিনি লেখেন, “ভগবানের কৃপায় আমরা চার প্রজন্ম-পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, রণধীর কাপুর, রণবীর কাপুর ছাড়াও আরও অনেকে ছিলাম। তাই লোকজনকে পরিবারতন্ত্রের দোহাই না দিয়ে নিজের কাজের মধ্যে দিয়ে ভালবাসা ও সম্মান পাওয়ার চেষ্টা করুন, গুন্ডাগিরি করে নয়”।
Rahul Gandhi.In the 106 years of Indian cinema of India, Kapoor’s contribution is 90 years. And each generation is chosen by public on merit
— Rishi Kapoor (@chintskap) September 12, 2017
By God’s grace we are in 4 generations.Prithviraj Kapoor.Raj Kapoor.Randhir Kapoor.Ranbir Kapoor-Males.Besides all others. You see otherwise
— Rishi Kapoor (@chintskap) September 12, 2017
So don’t bullshit people on “Dynasty” You have to earn people’s respect and love through hard work not zabardasti and gundagardi.
— Rishi Kapoor (@chintskap) September 12, 2017
[এবার সাইকোলজিক্যাল থ্রিলারে পাশাপাশি চিরঞ্জিৎ ও জয়া এহসান]
এরপরই টুইটারে ট্রোল হতে থাকেন ঋষি কাপুর। অনেকেই এগিয়ে আসেন রাহুল গান্ধীর সাপোর্টে। অনেকেই বলেন, গান্ধী পরিবারও জনসাধারণের দ্বারাই নির্বাচিত।
Rahul Gandhi, Rajiv Gandhi, Sonia Gandhi, Indira Gandhi and Jawaharlal Nehru, have been elected by people. You were launched by your father.
— Modina Monologues (@the_punned_it) September 12, 2017
Somebody needs to remind @chintskap that RG was “ELECTED” as a LS MP thrice by the voters on MERIT- not selected
— GeeYes (@Rajd1221) September 12, 2017
Why not females named, dey too below g to dynasty be gracious and generous to dem too
— Shiva Mudgil (@shivamudgil) September 13, 2017
Hats off, sir. Peg kitne bhi ho jaaye, maths theek rahta hai aapka. Cheers 🍻
— Ra_Bies (@Ra_Bies) September 12, 2017
I can act better than you Mr. Chintu, but I don’t have a father like legendary actor RK grandfather like Prithviraj Kapoor saheb.
— Manish Sirsiwal (@msirsiwal) September 12, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.