সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরকে স্টুডিওতে প্রত্যেক বছরই ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী৷ কাপুর পরিবারের সকলেই যোগ দেন এই পুজোয়৷ কিন্তু বলিউডে গণপতি আরাধনা নতুন নয়৷ কাপুর পরিবার ছাড়াও ধুমধাম করে বহু বলি সেলেব বাপ্পার আরাধনায় মেতে ওঠেন৷ মূর্তি বিসর্জন দিতেও পথে নামেন আর পাঁচজন সাধারণ মানুষের মতো৷ অবশ্য কাপুর পরিবার তো বরাবরই আলাদা৷ তাঁদের কাণ্ড-কারখানাও মনে হয় তাই আর পাঁচজন বলি তারকার থেকে আলাদা৷ আর তাই কি গণপতি বিসর্জন দিতে যাওয়ার পথে সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন ঋষি কাপুর, রণধীর কাপুররা?
জানা গিয়েছে, গণপতি বিসর্জন দিতে চেম্বুর থেকে দাদার পর্যন্ত যাচ্ছিলেন কাপুর পরিবারের ছেলেরা৷ বিসর্জন উৎসবে হাজির ছিলেন রণবীর কাপুর, ঋষি কাপুর, রণধীর কাপুর প্রমুখ৷ বিসর্জন শোভাযাত্রার সময় আম আদমি এবং সাংবাদিকরা সেখানে ভিড় করলে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন ঋষি ও রণধীররা৷ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রণধীর এবং ঋষি আশেপাশের মানুষকে রীতিমতো ধাক্কা এবং চড় মারছেন৷
কাপুর পরিবারের এহেন ব্যবহারের ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ তাঁদের এমন ব্যবহারের জন্য অহং বোধকেও দায়ী করেছেন অনেকে৷ এই বিষয়ে ঋষি কাপুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, উত্তেজিত জনতাকে সামাল দিতেই নাকি তাঁদের উপর চোটপাট করেছিলেন তিনি!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.