Advertisement
Advertisement

Breaking News

দুর্ঘটনার রেশ কাটিয়ে সুস্থ সৌমিত্রের নাতি রণদীপ, ছবি শেয়ার করলেন রিংগো

আবারও কাজে ফিরুক রণ, চাইছে টলিপাড়া৷

Ringo shared Randeep Bose's photo
Published by: Sayani Sen
  • Posted:February 8, 2019 3:32 pm
  • Updated:February 8, 2019 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দেড়েক আগে পথদুর্ঘটনায় গুরুতর জখম হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু৷ কোমায় চলে যান তিনি৷ যমে-মানুষে টানাটানির পর আপাতত কিছুটা সুস্থ রণদীপ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রণদীপের সঙ্গে একটি ছবি শেয়ার করেন পরিচালক রিংগো৷ তা এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠে রণদীপ সুস্থ হয়ে ওঠায় খুশি অনুরাগীরা৷

[#MeToo অভিযোগে এবার মুখ খুললেন মাধুরী]

২০১৭ সালের ৩ মার্চ৷ ওইদিন মধ্যরাতে পথদুর্ঘটনায় গুরুতর জখম হন রণদীপ৷ মাথায় গুরুতর চোট পান তিনি৷ মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভরতি করা হয় তাঁকে৷ মাথায় অস্ত্রোপচার করা হয়৷ কিন্তু তাতে রণদীপের শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ কোমায় আচ্ছন্ন হয়ে যান উঠতি অভিনেতা৷ কোনওদিন শারীরিক অবস্থা একটু ভাল আবার কোনওদিন খারাপ, এভাবেই কেটে যায় ৮৪ দিন৷ যমে-মানুষে টানাটানির পর জুন মাসে বাড়ি ফেরেন তিনি৷ চিকিৎসা চললেও আপাতত খানিকটা সুস্থ তিনি৷ তবে আপাতত প্রচার থেকে কয়েকযোজন দূরে রয়েছেন পৌলমী বসুর ছেলে রণদীপ৷ সম্প্রতি পরিচালক রিংগো সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন৷ ওই ছবিটিতে দেখা গিয়েছে রণদীপকে৷ পরিচালক লেখেন, ‘‘প্রমাণ হল যে ভগবান আছেন৷ আমার মেসি, আমার বিজেন সেনাপতি, রণ ফিরে এসেছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। আবারও মঞ্চে ফিরবে।’’

Advertisement

RONODEEP

[বিয়ের প্রশ্নে মেজাজ হারালেন আলিয়া, কিন্তু কেন?]

‘এগারো’ ছবি দিয়েই টলিউডে ডেবিউ করেন সৌমিত্রর দৌহিত্র রণদীপ বসু৷ অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন তরতাজা যুবক৷ এরপর একে একে ‘ফ্যামিলি অ্যালবাম’, ‘ক্ষত’, ‘দত্ত ভার্সেস দত্ত’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে৷ ২০১৭ সালে রিংগো পরিচালিত ‘মেসি’ ছবিতে কাজ করেন রণদীপ৷ তবে ছবি মুক্তির আগেই দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি হতে হয় অভিনেতাকে৷ এতদিন পর রণদীপের সুস্থ হয়ে ওঠার ছবি দেখতে পেয়ে খুশি তাঁর অনুরাগীরা৷ আবারও কাজে ফিরুক রণ, চাইছে টলিপাড়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement