Advertisement
Advertisement

Breaking News

OMG! বিচিত্র সাজে নিউইয়র্কের রাস্তায় পপস্টার রিহানা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই বিচিত্র কাণ্ড-কারখানা শুরু করেছেন পপস্টার রিহানা৷ আচার-আচরণে তো বটেই, পোশাক-পরিধানেও বাদ যাচ্ছে না তাঁর উদ্ভট ব্যাপার-সাপার৷ এই যেমন রবিবার ২৮ বছরের লাস্যময়ী বার্বেডিয়ান গায়িকা এই পোশাকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন নিউইয়র্ককে৷আরও পড়ুন:‘মিথ্যে বলছেন আল্লু অর্জুন!’ পদপিষ্টের ভিডিও দেখিয়ে মুখ্যমন্ত্রীর দাবিতে ‘সিলমোহর’ পুলিশের‘১ কোটি চাই’, মহিলা ভক্তের মৃত্যুর ‘ক্ষতিপূরণ’ […]

Rihanna dazzles in her bizarre look
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 9:16 pm
  • Updated:September 5, 2016 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই বিচিত্র কাণ্ড-কারখানা শুরু করেছেন পপস্টার রিহানা৷ আচার-আচরণে তো বটেই, পোশাক-পরিধানেও বাদ যাচ্ছে না তাঁর উদ্ভট ব্যাপার-সাপার৷ এই যেমন রবিবার ২৮ বছরের লাস্যময়ী বার্বেডিয়ান গায়িকা এই পোশাকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন নিউইয়র্ককে৷

rihana

Advertisement

তাক মানে সত্যি চমকে দেওয়ার মতো ছিল তাঁর পোশাক৷ইতিমধ্যেই সবার হার্টথ্রব রিহানা একপ্রকার ঘোষণা করে দিয়েছেন তাঁর প্রেমিকের নাম৷ ভক্তরা কিন্তু এই প্রেম নিয়ে বেশ উচ্ছ্বসিত৷ জনপ্রিয় গায়ক ড্রেকের সঙ্গে তাঁর প্রেম নিয়ে ৭ বছরের সম্পর্কের গুজবকে একপ্রকার সম্মতি জানিয়েছেন গায়িকা৷ যখন সোশ্যাল নেটওয়ার্ক-এ ভাইরাল এই খবর, তখনই রিহানাকে দেখা গেল লাল রঙের অতিকায় হার্ট শেপ্ড কেপ জড়িয়ে নিউইয়র্কের রাস্তায়৷ আর তাতেই উঠল বহু প্রশ্ন৷ মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গিয়েছে রিহানার? এমনই উক্তি তাঁর নিন্দুকদের৷

rihana-2

রবিবার সন্ধেবেলা এই সুন্দরী গায়িকাকে দেখা যায় ‘সেইন্ট লোরেন্ট ফার কেপ’-এর সঙ্গে ছোট্ট ‘ডেনিম শর্টস’ ও কালো হিলে৷ এই মরশুমেও রিহানার মনে যে বসন্তের বাতাস বইছে তা একপ্রকার নিশ্চিত তাঁর ভক্তরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement