সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত৷ প্রতিনিয়ত সীমান্তে সেনাদের রক্ত ঝড়ছে৷ এমন অশান্ত প্রেক্ষাপটের কালো ছায়া পড়েছে ক্রিকেটেও৷ এবার দুই দেশের সাংস্কৃতিক বৈষম্যের প্রশ্নে কড়া জবাব দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা৷
আলি জাফর, ফাওয়াদ খানের মতো পাক অভিনেতারা বলিউডে নিজেদের জায়গা করে নিয়েছেন৷ এদেশে তাঁদের ভক্তের সংখ্যা নেহাত কম নয়৷ আপাতত রিচা ও পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে মেলবোর্নের ফিল্ম উৎসবে হাজির হয়েছেন ফাওয়াদ খানও৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিন সেলেব৷ এক সাংবাদিক ফাওয়াদকে প্রশ্ন করলে রিচা মাঝ পথে সাংবাদিককে থামিয়ে দিয়ে বলেন, “এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই৷”
আসলে ফাওয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারতীয় ছবিতে এখন অনেক খোলামেলা চুম্বন দৃশ্য দেখানো হয়৷ পাকিস্তানের দর্শকরা এই বিষয়গুলিকে কীভাবে দেখেন? দুই দেশের মধ্যে সংস্কৃতির পার্থক্য ঠিক কতটা? ফাওয়াদ কিছু বলার আগেই উত্তর দিতে এগিয়ে আসেন ‘ফুকরে’র নায়িকা রিচা৷ সাংবাদিকের প্রশ্নকে স্ট্রেট ড্রাইভে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি৷ তা কী বললেন বি-টাউনের এই ‘মু-ফাট’ অভিনেত্রী? প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি টেনে আনলেন ব্রিটিশ আমলের প্রসঙ্গ৷ বললেন, “ব্রিটিশরা যেখানেই ঘাঁটি তৈরি করেছিল, ছেড়ে যাওয়ার সময় সেই জায়গাকে বিভক্ত করে দিয়ে গিয়েছিল৷ তা সে ভারত-পাকিস্তানই হোক আর উত্তর ও দক্ষিণ কোরিয়া৷ আবার জার্মানির উদাহরণও রয়েছে৷ গোটা বিশ্বে রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি করতেই এই স্ট্র্যাটেজি নিয়েছিল তারা৷ এখানে আমার মন্তব্যে কেউ ক্ষুণ্ন হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি৷ একটা বিষয় পরিস্কার করে দিতে চাই৷ আমার আর ফাওয়াদের মধ্যে কিন্তু অনেক বিষয়ে মিল রয়েছে৷ আমি উত্তর ভারতের৷ সেক্ষেত্রে দক্ষিণ ভারতের একজনের সঙ্গে আমার মিল না-ই হতে পারে৷ আমার মনে হয় এই ধরনের একঘেয়ে প্রশ্নগুলি করা এবার বন্ধ হওয়া উচিত৷ কারণ কোনও সীমান্ত সংস্কৃতিকে ভাগ করতে পারে না৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.