Advertisement
Advertisement
Tom Holland

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্পাইডারম্যান, বাগদান পর্ব সারা! পাত্রী কে?

দুই তারকার ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান হয়েছে বলেই খবর।

Tom Holland: Report Says Spiderman Actor engaged with Zendaya
Published by: Kishore Ghosh
  • Posted:January 7, 2025 9:39 am
  • Updated:January 7, 2025 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শিগগির বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন হলিউডের স্পাইডারম্যান টম হল্যান্ড (Tom Holland)! পাত্রী মার্কিন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী জেনডেয়া (Zendaya) মারি স্টোর্মার কোলম্যান, চলচ্চিত্র দুনিয়ায় যিনি জেনডেয়া নামেই খ্যাত। সূত্রের খবর, ইতিমধ্যে দুই তারকার ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে টম এবং জেনডেয়ার বাগদান পর্ব সম্পূর্ণ হয়েছে।

বছর আঠাশের টম ও জেনডেয়া অন্য সকলের মতোই ক্রিসমাসের সময় আমেরিকায় পরিবারের সঙ্গে সময় কাটান। তখনই ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভের মধ্যে একদিন জেনডেয়াকে মনের কথা জানান টম, বাগদান পর্ব সম্পূর্ণ হয় বলেও খবর। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি হলিউডের দুই তারকা। অথচ রবিবার বিরাশিতম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডিয়ার আঙুলে দেখা গিয়েছে নতুন ঝলমল হিরের আংটি।

Advertisement
গোল্ডেন গ্লোবের মঞ্চে জেনডেয়া। হাতে সেই হিরের আংটি।

পরনে গাউন, অনামিকায় হিরের আংটি জ্বলজ্বল করা অভিনেত্রীর সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের নজর এড়ায়নি বিষয়টি। আলোচনা শুরু হয়েছে টম ও জেনডেয়ার বাগদান নিয়ে। এরপরেও হলিউডের দুই তারকার তরফে বিষয়টিকে নিশ্চিত করা হয়নি।

২০১৬ সালে স্পাইডারম্যান ছবির সেটে প্রথম সাক্ষাৎ টম-জেনডেয়ার। বছর চারেক পরে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় তাঁদের। এরপর থেকেই বিয়ে ও বাগদান নিয়ে খবর ছড়ানো শুরু হয়। উল্লেখ্য, ক্রিস্টোফার নোলানের আগামী ছবি ‘ওডিসি’তে একসঙ্গে দেখা যাবে টম হল্যান্ড এবং জেনডেয়াকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement