Advertisement
Advertisement

Breaking News

শিক্ষক দিবসে ফিরে দেখা রিল লাইফের পাঁচ শিক্ষককে

শিক্ষক দিবসেও খানিক বলিউডের ছোঁয়া থাকলে ক্ষতি কী?

Remembering five bollywood teachers in the occasion of teachers day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 3:18 pm
  • Updated:September 5, 2016 3:31 pm  

সংবাদ প্রতিদান ডিজিটাল ডেস্ক: শিক্ষক দিবসেও খানিক বলিউডের ছোঁয়া থাকলে ক্ষতি কী? গত কয়েক দশকে সিনেমার পর্দায় বেশ কয়েকজন শিক্ষক আমাদের মন জয় করেছেন৷ এই শিক্ষক দিবসে তাদের আরও একবার ফিরে দেখা যাক!

১৯৯৩ সালের ‘সার’ সিনেমায় নাসিরুদ্দিন শাহ অভিনীত অমর বর্মা চরিত্রটি সারা জীবন কাটিয়ে দিলেন ছাত্রদের নিজের মতাদর্শে উদ্বুদ্ধ করতে৷ যদিও মহেশ ভাটের এই ছবি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি৷ এমনকী, নাসিরুদ্দিনের অভিনয় নজর কাড়েনি সেভাবে৷ তবু, বাস্তবে এমন একজন শিক্ষকের চাহিদা রয়েছে৷

Advertisement

তারপর ধরা যাক, ২০০০ সালে শাহরুখ অভিনীত ‘মহব্বতে’৷  রাজ আরিয়ান মালহোত্রার চরিত্রটি কর্তৃপক্ষর সিদ্ধান্তকে প্রশ্ন করতে শেখায়৷ এই যুগে এমন শিক্ষকের প্রয়োজন নিঃসন্দেহে রয়েছে৷কিন্তু অভিভাবকদের কাছে পড়াশুনা ছেড়ে প্রেম করার পথ পড়ানো শিক্ষক ঠিক কতটা গ্রহণযোগ্য তা অবশ্য বলা যাচ্ছে না৷

১৯৭০ এর ‘মেরা নাম জোকার’ আর সিমি গারেওয়াল অভিনীত মেরি প্রত্যেকের ‘টিচার ক্রাশ’! শিফন শাড়ি পরা ইংরেজি টিচারকে নিয়ে সবারই ভালোলাগা কম বেশি ছিল৷ যাঁর থেকে বকুনি খাওয়াও বেশ  মধুর৷

ভোলা যায় না ২০০৪ এর ‘ম্যায় হুঁ না’-তে সুস্মিতা সেন ওরফে মিস চাঁদনিকে৷ শুধু শাহরুখ খান নয়, এমন একজন কেমিস্ট্রি টিচারকে নিয়ে নানা কেমিস্ট্রির স্বপ্ন দেখতে নিশ্চয়ই ইচ্ছুক পড়ুয়ারা৷

এই তালিকা কখনই সম্পূর্ণ হয় না রাম শংকর নিকুম্ব নামটা ছাড়া৷ ২০০৭ -এর সিনেমা ‘তারে জমিন পার’-এ রামের ভূমিকায় আমিরের চরিত্রটি বলিউডের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে অন্যতম৷ ডিসলেক্সিয়ায় আক্রান্ত খুদে ঈশানের শিক্ষক বাস্তবে সকলের ‘আইডিয়াল টিচার’ হতেই পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement