Advertisement
Advertisement

Breaking News

রেখাকে দেখে কেন মঞ্চে থমকে গেলেন সোনম?

বিরল সেই মুহূর্তের ঝলক দেখুন ক্লিক করে৷

Rekha’s 2-minute dance gig stole The Show
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 12:55 pm
  • Updated:December 5, 2016 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সেই পরিচিত কাঞ্জিভরম, চোখে কাজল, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক৷ মঞ্চে যখন উঠলেন হাততালিতে কান পাতা দায়৷ এর মাঝেই বেজে উঠল ‘পরদেশিয়া’র সুর৷ নস্টালজিয়ায় সুড়সুড়ি দিয়ে দুলে উঠল ভানুরেখা গণেশনের কোমর৷ সেই ছন্দে বিভোর হয়ে থাকলেন উপস্থিত জনতা৷

Advertisement

আসলে তিনি তো চিরযৌবনা৷ কে না জানে, সময়ও যেন থমকে যায় তাঁর সামনে! ষাট পেরিয়েও তাই তিনি ঝলসে উঠলেন স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৬’র মঞ্চে৷ দুই মিনিটের সেই ম্যাজিক্যাল মুহূর্তের সবচেয়ে কাছ থেকে সাক্ষী ছিলেন সোনম কাপুর৷ রেখাকে ট্রিবিউট জানাতেই তিনি পারফর্ম করছিলেন স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে৷ হয়তো বুঝতেও পারেননি এই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছেন তিনি৷ তাল মেলানোর চেষ্টা করেও থেমে গিয়েছিলেন বলিউড ডিভার  স্বতঃস্ফূর্ততাকে কুর্নিশ জানিয়ে৷ কমতি বোধহয় থাকল শুধু একজনের! কে না জানে, মিঃ নটবরলাল না থাকলে কি পরদেশিয়ার সুর তেমন জমে!

untitled-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement