Advertisement
Advertisement

Breaking News

শহিদ কন্যাদের পড়াশোনার খরচের দায়িত্ব নিলেন রবিনা

জঙ্গি হামলা নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী৷

Raveena extend help matyors' children education
Published by: Sayani Sen
  • Posted:February 22, 2019 5:24 pm
  • Updated:February 22, 2019 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ৷ ঘটনার নির্মমতা ভাবাচ্ছে সকলকেই৷ বি-টাউনেও উঠেছে সমালোচনার ঝড়৷ এই বিপদের দিনে শহিদ পরিবারের পাশে এসে দাঁড়ালেন রবিনা ট্যান্ডন৷ কাঁধে তুলে নিলেন শহিদদের কন্যাসন্তানদের পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব৷

[বাবার পথে হেঁটে তবে কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ?]

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ছোট-বড় গাড়িতে করে কমপক্ষে ২৫০০ জন সেনা জওয়ানদের একটি কনভয় যাচ্ছিল৷ ওই কনভয়ে ঢুকে পড়ে প্রায় ২৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি৷ সেনা জওয়ানদের গাড়িতে ধাক্কা লাগে গাড়িটির৷ প্রচণ্ড বিস্ফোরণ হয়৷ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এই হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় কমপক্ষে ৪৪ জন সেনার শরীর৷ উপত্যকায় শহিদদের প্রাণহানির ঘটনায় ভেঙে পড়েছেন তাঁদের পরিজনেরা৷ মর্মান্তিক এই ঘটনার কথা শুনে চোখে জল এসেছে রবিনার, নিজে মুখে সেকথা জানিয়েছেন তিনি৷ অভিনেত্রী আরও বলেন, ‘‘এটাই শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময়৷ আমি অনুরোধ জানাচ্ছি সবাই শহিদ পরিবারগুলির পাশে দাঁড়ান৷ যতটুকু পারেন সাহায্য করুন তাঁদের৷ আমি শহিদদের শিশুকন্যাদের পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব নিয়েছি৷ তার অর্থ এই নয় যে আমি মহিলা হওয়ায় শুধু কন্যাসন্তানদের কথাই ভাবছি৷ আমার মতো আপনারাও নিহত জওয়ানদের সন্তানদের শিক্ষিত করে তোলার উদ্যোগ নিন৷’’

Advertisement

[আফগানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই, মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার]

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি ক্রমশই জোরালো হচ্ছে৷ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের আর পাঁচজন সদস্যদের দাবিতেই সুর মিলিয়েছেন রবিনাও৷ তিনি বলেন, ‘‘পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় আমরা মর্মাহত৷ দুই দেশের মধ্যে সংস্কৃতির আদানপ্রদানের মতো মানসিক অবস্থা আমাদের নেই৷ তাই পাকিস্তানি শিল্পীদের বয়কট করাই উচিত৷’’ পাকিস্তানি শিল্পীরা ভারতকে সম্মান করে না বলেও বিস্ফোরক অভিযোগ রবিনার৷ জঙ্গি হামলায় প্রাণহানির মতো মর্মস্পর্শী ঘটনা নিয়ে রাজনীতি না করারও আরজি জানিয়েছেন অভিনেত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement