Advertisement
Advertisement

Breaking News

গায়ে হলুদে খোশমেজাজে রণবীর, দেখুন সেই ভাইরাল ছবি

দীপিকার মঙ্গলসূত্রের দাম জানলে চোখ কপালে উঠবে!

Ranveer's Haldi ceremony pic viral
Published by: Sayani Sen
  • Posted:November 5, 2018 6:27 pm
  • Updated:November 5, 2018 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনের মন বাঁধা পড়ে গিয়েছে ছ’বছর আগেই৷ এবার পালা চার হাত এক হওয়ার৷ আর হাতে মাত্র কয়েকদিন বাকি৷ আগামী ১৪ এবং ১৫ নভেম্বর ইটালির লেক কোমোয় বসছে বিয়ের আসর৷ শুরু হয়ে গিয়েছে রণবীর ও দীপিকার বিয়ের কাউন্টডাউন৷

[বিয়ের তোড়জোড় শুরু দীপিকার, এ ছবি দেখলেই বুঝবেন]

দিনকয়েক আগে তাঁর স্টাইলিশ শালীনা নাথানি ইনস্টাগ্রামে দীপিকার একটি ছবি পোস্ট করেন৷ ওই ছবি দেখেই বোঝা যায়, দীপিকার গায়ে লেগেছে বিয়ের জল৷ কমলা রঙের সালোয়ার স্যুটে দেখা গিয়েছিল তাঁকে৷ এবার পালা রণবীরের৷ বিয়ের প্রস্তুতি তুঙ্গে তাঁর বান্দ্রার বাড়িতেও৷ ইতিমধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান সেরে ফেলেছেন রণবীর৷

Advertisement

[‘ওর বিয়ে তো আমার কী?’ প্রিয়াঙ্কাকে নিয়ে এমনটাই বললেন শাহরুখ]

এই অনুষ্ঠানে বেশ খোশমেজাজে ধরা দিলেন তিনি৷ বান্দ্রাতেই গায়ে হলুদের আয়োজন করেছিলেন৷ সাদা শেরওয়ানিতে দারুণ মানিয়েছিল রণবীরকে৷ ব্যালকনিতে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে দীপিকার হবু বরকে৷ বলিউডের কেউই গায়ের হলুদের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন না৷ কিন্তু তাতে কী, এই অনুষ্ঠানের কথা লুকিয়ে রাখা গেল না৷ নানা মেজাজে দীপিকার হবু বরকে লেন্সবন্দি করলেন পাপারাজ্জিরা৷

[আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া!]

হবু বর যখন গায়ে হলুদের অনুষ্ঠানে মাতোয়ারা, তখন গয়না কেনাকাটিতে ব্যস্ত দীপিকা৷ গয়নাগাটি পরতে বেশ পছন্দ করেন দীপিকা৷ শোনা যাচ্ছে, প্রায় কোটি টাকার গয়না কিনেছেন তিনি৷ মঙ্গলসূত্রও নাকি কিনেছেন দীপিকা৷ যাঁর দাম ২০লক্ষ টাকা৷ শুধু নিজের জন্য নয়, হবু বরের জন্য একটি সোনার চেন কিনেছেন দীপিকা৷ এখানেই শেষ নয়, আরও চমক রয়েছে দীপিকা-রণবীরের বিয়েতে৷ কোঙ্কনি ও সিন্ধি দু’ধরনের রীতিকেই বিয়ে হবে তাঁদের৷ দুটি আলাদা রিসেপশনেরও আয়োজন করা হচ্ছে৷ বেঙ্গালুরুতে দীপিকার বন্ধুবান্ধবদের নিয়ে একটি পার্টির আয়োজন করা হবে৷ মুম্বইতে রিসেপশনের বন্দোবস্ত করেছেন রণবীর৷ ওই পার্টিতে রণবীরের পরিবারের লোকজন এবং বি-টাউনের অন্যান্য তারকারাও উপস্থিত থাকবেন বলেই গুঞ্জন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement