Advertisement
Advertisement

Breaking News

শুধু শরীর আর বেলাগাম প্রেমের গল্প ‘বেফিকরে’

দেখে নিন ট্রেলারটি!

Ranveer, Vaani’s ‘no strings attached’ romance in Befikre trailer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2016 1:40 pm
  • Updated:October 11, 2016 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নো স্ট্রিংস অ্যাটাচড’! বিখ্যাত এই হলিউড ছবির বলিউডিকরণই যেন দেখা গেল যশ রাজের আগামী ছবি ‘বেফিকরে’র ট্রেলারে৷ রণবীর সিং এবং বাণী কাপুরের প্রেম, যৌনতা, আনন্দ, উচ্ছ্বাস, দুষ্টুমি এবং উষ্ণতার দেওয়া-নেওয়া – কিছুই বাদ যায়নি দু’ মিনিট চল্লিশ সেকেন্ডের এই ট্রেলারে৷ শুধু বাকি থেকে গিয়েছে একে অপরকে ‘ভালবাসি’ বলাটা! ছবির ট্রেলার বুঝিয়ে দিয়েছে, জেন ওয়াইয়ের কাছে ‘ভালবাসি’ বলা মানে রীতিমতো আনন্দের অবসান এবং যন্ত্রণাকে আহ্বান!

_ea5cae6c-8f21-11e6-ab84-dfe1f1607a79

Advertisement

আর তাই ‘ভালবাসি’ বলার পাঠ চুকিয়ে রীতিমতো বেফিকর আনন্দে মেতেছেন রণবীর ও বাণী! গতকাল অর্থাৎ ১০ তারিখ প্যারিসে বেশ অন্য ধাঁচেই মুক্তি পেল যশ রাজ ব্যানারের ছবির এই ট্রেলার৷ ধরম (রণবীর) এবং সায়রা (বাণী)-র সাক্ষাৎ, প্রেম, যৌনতা এবং উন্মাদনা পরতে পরতে ধরা পরেছে ছবির ট্রেলারে৷ শেষ পর্যন্ত এই ফান পিরিয়ডেই আটকে থাকবেন, না অজান্তেই ভালবেসে ফেলবেন একে অপরকে, সেই প্রশ্নই রেখে গেল ‘বেফিকরে’-র ট্রেলার৷

উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত! কারণ চলতি বছর ডিসেম্বর মাসেই মুক্তি পাবে আদিত্য চোপড়ার এই ছবি৷

দেখে নিন ট্রেলারটি:

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement