Advertisement
Advertisement

Breaking News

নগ্নতা নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ নেই: রণবীর সিং

রণবীরকে ‘বেফিকরে’ ছবির ট্রেলারে যেভাবে দেখা গিয়েছে তাতে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷

 Ranveer Singh Says he has no problem with Nudity
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 1:23 pm
  • Updated:October 15, 2016 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাওয়ারিয়া’ ছবিতে নগ্নতা প্রসঙ্গে ডেবিউ ছবিতেই ঝড় তুলেছিলেন রণবীর কাপুর৷ তারপর বহু জল গড়িয়ে গিয়েছে৷ ইতিমধ্যে বলিপাড়ায় আর এক রণবীরের উত্থান হয়েছে এবং নয়া প্রজন্মের ব্যাটন তিনি বয়ে নিয়ে চলেছেন দক্ষতার সঙ্গেই৷ এবার তাঁর ‘ফ্রন্টাল ন্যুডিটি’ নিয়ে ঝড় উঠেছে সিনেমহলে৷ আর সব সমালোচনার জবাব দিয়ে অভিনেতা জানালেন, নগ্ন হতে তাঁর কোনও আপত্তি নেই৷

নিঃসন্দেহে এই সময়ের হিন্দি সিনেমার দুনিয়ায় সবথেকে সমালোচিত অভিনেতা রণবীর সিং৷ বিশেষত ‘বাজিরাও মস্তানি’ পরবর্তী সময়ে তাঁকে নিয়ে আলোচনা আরও বেড়েছে৷ সেই রণবীরকেই ‘বেফিকরে’ ছবির ট্রেলারে যেভাবে দেখা গিয়েছে তাতে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ একদা বলিউডে শার্ট খুলেই বাজিমাত করতেন সলমন খান৷ পরে সিক্স প্যাক অ্যাবস দেখানোর ঠেলায় বহু নায়কই সেই কায়দা অনুসরণ করেছেন৷ কিন্তু রণবীর এগিয়েছেন আরও এক ধাপ৷ আর তিনি যেরকম সাবলীলভাবে ফ্রন্টাল ন্যুডিটির বিষয়টি দেখেছেন সেটিও উল্লেখ্য৷ নগ্নতা নিয়ে সমস্ত সমালোচনার জবাব দিয়ে রণবীর জানালেন, “অভিনেতার নগ্ন হওয়া মানে আক্ষরিক অর্থে নগ্ন হওয়া বোঝায় না৷ তাঁরা যা অনুভব করেন না সেটাই এমনভাবে অভিনয় করেন যাতে দর্শক তাঁর অভিনয়টা বুঝতে না পারে৷ ভাবে সত্যিই তিনি একই অনুভবে ভাবিত হচ্ছেন৷” তবে অনেক অভিনেতাই সেই আবেগ সঞ্চারের ক্ষেত্রে নানারকম ‘ট্রিক’ ব্যবহার করেন৷ কিন্তু রণবীর তা করতে নারাজ৷ অভিনেতা হিসেবে তিনি তাঁর সর্বস্ব দিয়েই আবেগ-অনুভব দর্শকের মনে পৌঁছে দিতে চান৷ আর তাই তিনি জানাচ্ছেন, নগ্নতা  তাঁর কাছে অন্য মাত্রা ও অর্থ নিয়ে আসে৷ নগ্নতার সঙ্গে তাঁর সত্তার কোনও বিরোধ নেই৷ তিনি যাই পরুন না কেন, সেটি বাহ্যিক উপকরণ মাত্র৷ সত্তার প্রশ্নে নগ্নতা যে কাজ করে না, সেটাই আরও একবার সিনেমহলকে জানিয়ে দিলেন রণবীর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement