Advertisement
Advertisement

পর্যটকদের গান শোনালেন ‘পরদেশি’ রণবীর

নাচ তো হয়ে গিয়েছিল৷ এবার গানের পালা!

Ranveer Singh sang 'Pardesi Pardesi' in Switzerland
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 7:30 pm
  • Updated:August 28, 2016 7:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইজারল্যান্ডে ছুটির দিনগুলো এক্কেবারে ফিল্মি ঢংয়ে কাটাচ্ছেন বলিউড হার্টথ্রব রণবীর সিং৷ ছবিতে যেমন সিনেপ্রেমীদের মন জয় করেন, তেমনই অফ দ্য ক্যামেরাও ফ্যানদের এন্টারটেন করে চলেছেন ‘বাজিরাও’৷ কখনও বরফঢাকা পাহাড়ের মধ্যে ‘ডর’ ছবির শাহরুখ খান হয়ে উঠছেন, তো আবার কখনও লাস্যময়ীদের ভিড়ে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন৷ সাহসী রণবীরকে স্কাই ডাইভিং করতেও দেখা গিয়েছে৷ তাঁর সব অদ্ভুত কারনামাই এখন ফেসবুক, টুইটারে আলোচনার কেন্দ্র বিন্দুতে৷ তবে রণবীরের ফ্যানদের হয়তো সত্যিই জানা ছিল না, যে ‘পিকচার অভি ভি বাকি হ্যায়৷’

নাচ তো হয়ে গিয়েছিল৷ এবার গানের পালা! হাতে বাদ্যযন্ত্র (অ্যাকর্ডিয়ন) নিয়ে আমির খানের সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’র ‘পরদেশি পরদেশি যানা নহি’ গান গাইলেন রণবীর৷ ধর্মের জাল ছিঁড়তে সুইজারল্যান্ডে আসা পর্যটকদের জন্য এই গান গেয়েছেন ‘বেফিকরে’ রণবীর৷ গানের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়৷

Advertisement

এসবরের মধ্যে দিয়ে আসলে নিজের আপকামিং ছবি ‘বেফিকরে’র প্রচারটা ভালভাবেই সেরে ফেলছেন বি-টাউনের এই স্মার্ট অভিনেতা৷ ছুটিতেও নিজের ছবির প্রচার কীভাবে চালিয়ে যেতে হয়, তা রণবীরের থেকে হয়তো অনেক নায়কই শিখে নেবেন৷ এবার এই সুপারস্টারের ঝুলিতে কোন ম্যাজিক বের হয়, তারই অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement