Advertisement
Advertisement

জানেন, ‘তখত’ ছবিতে কোন চরিত্রে দেখা যাবে রণবীরকে?

নিজেই জানালেন অভিনেতা।

Ranveer Singh revels Takht character
Published by: Tanujit Das
  • Posted:December 26, 2018 9:17 pm
  • Updated:December 26, 2018 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একফ্রেমে অনেক সুপারস্টারকে নিয়ে সিনেমা তৈরিতে তিনিই যে সেরা তা, আগে বহুবার প্রমাণ করেছেন পরিচালক করণ জোহর৷ ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে বলিউডে যে যাত্রা শুরু করেছিলেন করণ, তা এখনও জারি রয়েছে৷ এবার তিনি আসছেন পিরিয়ডিক ড্রামা ‘তখত’ নিয়ে৷ স্বাভাবিক ভাবেই এই ছবিও হতে চলেছে তারকাখচিত৷ ছবিতে রয়েছেন অনিল কাপুর, রণবীর সিং, করিনা কাপুর খান, ভিকি কৌশল, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর ও জাহ্নবী কাপুরের মতো একঝাঁক তারকা৷ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘তখত’-এর প্রথম লুকও৷ তবে অজানা রয়ে গিয়েছিল এই ছবিতে কোন অভিনেতাকে, কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে৷ তবে এবার, এই গোপন তথ্যই সর্বপ্রথম অনুরাগীদের সামনে প্রকাশ করলেন অভিনেতা রণবীর সিং৷

[ব্যাডমিন্টন তারকার সঙ্গে প্রেম করছেন তাপসী পান্নু!]

Advertisement

‘তখত’ ছবিতে মোঘল সম্রাট শাহজাহানের দুই পুত্র দারা শিকো ও ঔরঙ্গজেবের ক্ষমতার লড়াইয়ের গল্প তুলে ধরবেন করণ। শাহজাহানের বড় সন্তান দারা শিকো ছিলেন কাব্যিক স্বভাবের মানুষ। শিল্পকলার প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। অন্যদিকে ঔরঙ্গজেব ছিলেন ক্ষমতা লোভী৷ ক্ষমতার লোভে বৃদ্ধ বাবা শাহজাহান বা বড় ভাইকেও ছেড়ে দেননি তিনি। মোঘল সাম্রাজ্যের এই স্বর্ণযুগের ইতিহাসকেই এবার বড়পর্দায় তুলে ধরতে চলেছেন করণ জোহর। একটি সাক্ষাৎকারে ‘তখত’কে মোঘল আমলের ‘কভি খুশি কভি গাম’ বলেছিলেন পরিচালক করণ নিজেই৷ তিনি বলেন, ‘‘মোঘলদের বিষয়ে আমি ভীষণ আগ্রহী। বহুদিন ধরেই এই কাহিনী নিয়ে ছবি নির্মাণের কথা ভাবছিলাম আমি। এর কথা ভাবলেই ২০০১-র ‘কভি খুশি কভি গাম’-এর স্মৃতি আমার মনে চলে আসে। ক্ষমতার দ্বন্দ্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা, হিংসা সবকিছুই নিয়েই তৈরি হতে চলেছে ‘তখত’।’’

[পর্দায় ঠাকরেকে জীবন্ত করে তুললেন নওয়াজ, ট্রেলার মুক্তির দিনই শুরু বিতর্ক]

এত কিছু বললেও তারকাদের কে থাকছেন কোন চরিত্রে? সেকথা স্পষ্ট করে জানাননি করণ জোহর৷ এবার সেকথা জানালেন রণবীর সিং৷ সম্প্রতি, চলচ্চিত্র সাংবাদিক রাজীব মসন্দের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রণবীর সিং৷ তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা ভিকি কৌশল, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা ও ‘নিউটন’ খ্যাত পঙ্কজ ত্রিপাঠী৷ সেখানেই রণবীর জানান ‘তখত’ ছবিতে মোঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল এবং তিনি অভিনয় করছেন শাহজাহানের বড় ছেলে তথা ঔরঙ্গজেবের দাদা দারা শিকোর ভূমিকায়৷ বাকিদের কাকে কোন চরিত্রে দেখা যাবে তা স্পষ্ট করেনি রণবীর৷ সূত্রের খবর, ছবিতে করিনা কাপুর খানকে দেখা যাবে শাহজাহানের কন্যা জাহানারা বেগমের ভূমিকায় এবং আলিয়া ভাটকে দারা শিকোর স্ত্রী বেগম নাদিরা বানুর ভূমিকায়৷ ভূমি পেড়নেকরকে দেখা যাবে ঔরঙ্গজেবের স্ত্রীর ভূমিকায় এবং জাহ্নবী কাপুর অভিনয় করবেন এক দাসকন্যার চরিত্রে। ২০২০ সালে মুক্তি পাবে ‘তখত’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement