Advertisement
Advertisement

ফের বিপর্যয় ‘পদ্মাবতী’র সেটে, এবার আহত রণবীর সিং

তাঁর এনার্জি এবং কাজের প্রতি ভালবাসা নতুন করে ভক্তদের মন জয় করল৷

Ranveer Singh injured on Padmavati set, rushed to hospital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2017 7:56 am
  • Updated:May 27, 2017 7:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’র আকাশ থেকে কালো মেঘ যেন কিছুতেই সরছে না৷ শুটিং নিয়ে সমস্যা লেগেই রয়েছে৷ প্রতিবারই কিছু না কিছু কারণে বাধা পড়ছে শুটিং৷ সেই রাজস্থান থেকে যার শুরু৷ কখনও রাজপুত সংগঠন কর্ণি সেনার সদস্যরা সেটে ভাঙচুর চালাচ্ছে তো আবার কখনও সেটে আগুন লাগিয়ে শুটিং ভেস্তে দেওয়া হচ্ছে৷ এবার ঘটল আরও একটি কাণ্ড৷ শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন ছবির নায়ক রণবীর সিং৷

[কেজরিকে নিয়ে তথ্যচিত্র, মোদির ‘এনওসি’ আনার নির্দেশ সেন্সর বোর্ডের]

ঐতিহাসিক চরিত্র রানি পদ্মিনীর জীবনকাহিনির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে পদ্মাবতী৷ যাতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে৷ ছবির ক্লাইম্যাক্স শুটিং করার সময় মাথায় গুরুতর আঘাত লাগে বলি অভিনেতার৷ তবে নিজের অভিনয়ে নাকি এতটাই ডুবে ছিলেন রণবীর, যে প্রথমে চোটের ব্যাপারটি বুঝতেই পারেননি তিনি৷ দৃশ্য শেষে পরিচালক ‘কাট’ বলার পর সকলে লক্ষ্য করেন, মাথা থেকে রক্ত বেরোচ্ছে রণবীরের৷ সেটে নিজেই কোনওভাবে আঘাত পান তিনি৷ সেই দৃশ্য শেষ হওয়ার পর সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর৷ তারপর তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানান, চোট বিশেষ গুরুতর নয়৷ তবে মাথায় কয়েকটি সেলাই পড়েছে৷ চিকিৎসার পর সেটে ফিরে আবার বাকি শুটিং শেষ করেন রণবীর৷

Advertisement

ranveer-1

শুটিংয়ে সারাক্ষণই ফুরফুরে মেজাজে থাকার সুখ্যাতি রয়েছে বলি হার্টথ্রবের৷ কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠার জন্য পরিচালকদের মুখেও রণবীরের প্রশংসা শোনা যায়৷ এবারও নিজের স্বচ্ছল মনোভাবের পরিচয় দিলেন তিনি৷ নিজের চোটের কারণে শুটিংয়ে কোনও প্রভাব ফেলতে দেননি৷ সব কাজ শেষ করার পরই সেট ছাড়েন৷ এর আগে ২০১৫ সালে সঞ্জয়লীলার ছবি ‘বাজিরাও মস্তানি’র শুটিংয়েও চোট পেয়েছিলেন এই অভিনেতা৷ জয়পুরে শুটিংয়ের সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলেন৷ যদিও খুব বেশি আঘাত পাননি৷ পরের দিন ফিল্মি কায়দায় টুইট করেছিলেন, “পুরুষদের ব্যথা লাগে না৷ আর বড় বড় ছবিতে এমন ছোট ছোট ব্যাপার ঘটেই থাকে৷” তাঁর এনার্জি এবং কাজের প্রতি ভালবাসা নতুন করে ভক্তদের মন জয় করল৷

[করণের জন্মদিনে ভাইরাল আরিয়ান ও সারার ছবি, মাঝে শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement