Advertisement
Advertisement

পঙ্কজ ত্রিপাঠীকে আলিঙ্গন করছেন না সহশিল্পী রণবীর সিং! কেন জানেন?

কেন? কারণ জানালেন অভিনেতা।

Ranveer Singh and team 83 stopped hugging Pankaj Tripathi
Published by: Sandipta Bhanja
  • Posted:June 29, 2019 5:00 pm
  • Updated:June 29, 2019 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঙ্কজ ত্রিপাঠী আপাতত লন্ডনে। পরিচালক কবীর খানের ‘৮৩’ ছবির কাজে ব্যস্ত। ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই তুখড় বলিউড অভিনেতাকে। ‘৮৩’র মূল চরিত্রে রয়েছেন রণবীর সিং। আর যেই ছবিতে রণবীর রয়েছেন, শুটিং সেটে হাসিঠাট্টা নিত্য নতুন কিছু নয়। রণবীর মানেই গোটা টিম নিয়ে হইহই গোছের ব্যাপার। কিন্তু যেখানে সহ-অভিনেতাদের সঙ্গে রণবীরের সাধারণত এত ভাল সম্পর্ক থাকে সেটে, সেখানে পঙ্কজকে নাকি আলিঙ্গন অবধি করেননি তিনি। শুধু রণবীর নন, গোটা টিমের কেউই পঙ্কজকে আপ্যায়ন করেননি! এমন কথাই সম্প্রতি লন্ডন থেকে জানালেন অভিনেতা পঙ্কজ। কিন্তু হলটা কী? তাঁর সঙ্গে কি কবীর খানের ‘৮৩’ টিমের কারও বনিবনা হচ্ছে না? খোলসা করলেন পঙ্কজ খোদ।

[আরও পড়ুন: প্রকাশ্যে গোয়েন্দা ঋত্বিকের ‘শান্তিলাল’ লুক, আসছেন ‘প্রজাপতি রহস্য’ উদঘাটনে]

Advertisement

সম্প্রতি একটি বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। যার জন্য বুকের তিনটে পাঁজরে হালকা চিড় ধরেছে। তবে, এহেন শারিরীক অবস্থাতেও কিন্তু শুটিংয়ের কাজ থেকে বিরত থাকেননি তিনি। চাইলেই বিরতি নিতে পারতেন। কিংবা লন্ডনে ‘৮৩’-তে তাঁর নিজস্ব শিডিউল পিছিয়ে দিতে পারতেন। কিন্তু তা না করে দিব্যি শুটিংয়ে মজেছেন অভিনেতা। আর একজন অভিনেতার অভিনয়ের প্রতি একাত্মতা এবং নিষ্ঠাবোধ বোধহয় একেই বলে। আসলে, লন্ডনের শিডিউল অনুযায়ী তিনি ভেবেছিলেন পরিবারের সঙ্গে দিন কয়েক স্কটল্যান্ড ঘুরে আসবেন। আর স্কটল্যান্ড থেকেই সোজা পাড়ি দেবেন লন্ডনে। তবে, বাদ সাধে সেই দুর্ঘটনা। স্কটল্যান্ড যাওয়ার আগের দিনই বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তারপর, দিন কয়েক অবশ্য বিশ্রাম নিয়ে, ডাক্তার দেখিয়ে মোটামুটি সুস্থ হয়ে স্কটল্যান্ড পাড়ি দেন। সেখানেই ঘটে বিপত্তি। চিকিৎসকের পরামর্শ অমান্য করেই ঘুরতে চলে যান। ফলে যথাযথ বিশ্রাম না হওয়ায় দু’-তিন দিন পর থেকে শুরু হয় পেটে তীব্র যন্ত্রণা এবং নানারকম শারীরিক সমস্যা। সেখানে ফের ডাক্তার দেখালে জানতে পারেন বুকের পাঁজর ভেঙেছে।

[আরও পড়ুন: রহস্য-রোমাঞ্চের মোড়কে তিন বন্ধুর গল্প, প্রকাশ্যে ‘সামসারা’র ট্রেলার]

‘৮৩’ ছবিতে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার মান সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। অতএব, টিমের বাকি সদস্যদের সঙ্গে লন্ডনে তাঁর উপস্থিতিও ততটাই জরুরি। তাই কোনও রকম শারীরিক কষ্টকে আমল না দিয়ে চলে যান কবীরের ‘৮৩’ সেটে। তিনি জানান, সেটে তাঁর জন্য রীতিমতো সর্বক্ষণের একজন ফিজিওথেরাপিস্ট রাখা হয়েছে। রণবীরও ভীষণ যত্নশীল তাঁর প্রতি। সবসময়ে তাঁর শারীরিক খোঁজ খবর নিচ্ছেন। আর হ্যাঁ, ঠিক এই কারণেই রণবীর এবং ‘৮৩’ টিমের সকলে পঙ্কজকে আলিঙ্গন না করে দূর থেকেই অভিবাদন জানান সবসময়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement