Advertisement
Advertisement

Breaking News

এবার ছোট পর্দায় জুটি বাঁধছেন রণবীর-অর্জুন!

এবার ছোট পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর৷ বলিউড তারকাদের বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে আসার ঘটনা এই নতুন নয়৷ এর আগে বিগ বি থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া- প্রত্যেকেই ছোট পর্দায় কাজ করে দর্শকদের মন জয় করেছেন৷

Ranveer Singh and Arjun Kapoor to join hands for a web series
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 6:56 pm
  • Updated:June 2, 2016 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ছোট পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর৷ বলিউড তারকাদের বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে আসার ঘটনা এই নতুন নয়৷ এর আগে বিগ বি থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া- প্রত্যেকেই ছোট পর্দায় কাজ করে দর্শকদের মন জয় করেছেন৷
এবার রণবীর এবং অর্জুনের পালা৷ জানা গিয়েছে যশ রাজ ফিল্মসের আগামী ওয়েব সিরিজে কাজ করতে দেখা যাবে এই হ্যান্ডসাম জুটিকে৷ এর আগে ‘গুণ্ডে’ ছবিতে এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল৷ তাঁদের ব্রোম্যান্স মন কেড়েছিল সবার৷
শোনা যাচ্ছে, যশরাজের এই ওয়েব সিরিজও নাকি বন্ধুত্ব, প্রেম, লড়াই এবং দারুন ব্রোম্যান্সের মিশেল৷ এই দুই তারকার বিপরীতে অভিনয় করার জন্য সুন্দরী অভিনেত্রীর খোঁজ করছে যশ রাজ ফিল্মস৷
জানা গিয়েছে, এই মুহূর্তে দুই অভিনেতাই ব্যস্ত রয়েছেন নিজেদের ফিল্ম নিয়ে৷ রণবীর এখন প্যারিসে ‘বেফিকর’ ছবির শুটিংয়ে ব্যস্ত এবং অর্জুন ব্যস্ত ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির শুটিংয়ে৷
তাই যশ রাজের পক্ষ থেকে এখনও সরাসরি জানান হয়নি কবে থেকে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং৷ তবে এই ধারাবাহিকের শুটিং যে শীঘ্রই শুরু হবে সে বিষয়ে জানানো হয়েছে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement