Advertisement
Advertisement

Breaking News

দীপিকা নয়, তবে এবার কার দিকে মন রণবীরের?

দীপিকা রাখছেন এসব খবর?

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 4:03 pm
  • Updated:December 5, 2016 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের কন্ট্রোভার্সি কুইন তিনি৷ অভিনয়ে দক্ষতা প্রদর্শন ছাড়াও বিভিন্ন কারণে খবরের শিরোনামে থেকেছেন তিনি৷ কখনও আদিত্য পাঞ্চোলি কখনও বা হৃতিক রোশন, তাঁর একাধিক সম্পর্কের রসায়ন এবং ব্যক্তিগত জীবন বরাবরই দর্শকদের নজর কেড়েছে৷ আর তাই মনে হয় বলিউডও কঙ্গনার ব্যক্তিগত জীবন ও তাঁর প্রেমিকদের সম্পর্কে জানতে প্রবল উৎসাহী৷

সম্প্রতি, এক সাক্ষাৎকারে আলিয়া এবং রণবীর সিং জানিয়েছেন তাঁরা দু’জনই কঙ্গনা রানাউতের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে প্রবল আগ্রহী৷ শুধু তাই নয়, কঙ্গনা কার সঙ্গে প্রেম করছেন এবং কোথায় ঘুরতে যাচ্ছেন সেই বিষয়েও জানতে আগ্রহ দেখিয়েছেন আলিয়া এবং রণবীর৷

Advertisement

kangana-ranveer_web

কিন্তু ‘রিভলভার রানি’ কি জানেন তাঁর জীবন সম্পর্কে বলিউডের উৎসাহের শেষ নেই? আলবাত জানেন তিনি৷ সেই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখও খুললেন অভিনেত্রী৷ তাঁর জীবন সম্পর্কে আলিয়ার উৎসাহের কথা জানতে পেরে হেসেই খুন হয়েছেন তিনি৷ বলেছেন, “আলিয়ার কাজে নিজেই মুগ্ধ৷ ও আমার জীবন সম্পর্কে উৎসাহিত জানতে পেরে বেশ ভাল লেগেছে৷ আমরা ওর কাজ দেখে গর্বিত৷” অন্যদিকে দীপিকার প্রেমিক রণবীরও কঙ্গনার প্রেম সম্পর্কে জানতে আগ্রহী৷ সেই বিষয়েও কথা বললেন অভিনেত্রী৷ জানিয়েছেন, রণবীর তাঁর খুবই ভাল বন্ধু৷ শুধু তাই নয়৷ আগেও রণবীর কঙ্গনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার বহু চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন তিনি৷ তিনি বলেন, “রণবীর আমার প্রেমিকদের সম্পর্কে জানতে বহু চেষ্টা করেছেন৷ কিন্তু আমিও রহস্যময়ী৷ আমার জীবন সম্পর্কে জানা সহজ নয়৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement